এইদিন ওয়েবডেস্ক,কেশিয়ারি(পশ্চিম মেদিনীপুর), ২৫ জুন : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সাধারণ সভায় যোগ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ । বিডিও অফিস থেকে তাকে কয়েকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এই ঘটনার প্রতিবাদে এবং বিডিওসহ দোষীদের গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার মৌমিতাদেবীকে সাথে নিয়ে কেশিয়ারিতে পথ অবরোধ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । রাস্তার মাঝে বসে পরা অগ্নিমিত্রা পালকে তুলতে গিয়ে এক পুলিশ আধিকারিককে অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় । সেই সময় কেউ ওই আধিকারিককে প্রশ্ন করেন, ‘হামলাকারীরা গ্রেফতার হল না কেন ?’ উত্তরে পুলিশ কর্মী তাকে বলেন, ‘চুপ করুন ।’
সংবাদ মাধ্যমকে অগ্নিমিত্রা পাল বলেন,’বিডিওর ডাকা সাধারণ সভায় যোগ দিতে গিয়েছিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ । তখন বিডিওর সামনেই কল্পনা শিট, উত্তম শিট সহ অনেকে তাকে মারধর করে । বিডিওর কাছে আহত মৌমিতা অনুরোধ করেন তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করার জন্য । কিন্তু উলটে বিডিও তাকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেন ।’
প্রসঙ্গত,কেশিয়ারি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সাধারণ সভার জন্য গত ১০ জুন একটি নোটিশ করা হয় । গত মঙ্গলবার সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । সভা পরিচালনার দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শিট । সভাপতি ছাড়াও অংশগ্রহণকারীদের তালিকায় ছিল বিডিও শমীক ভর,সদস্য দেবেন হাঁসদা,কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী,কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস,কর্মাধ্যক্ষ লক্ষ্মীকান্ত নায়েক,কর্মাধ্যক্ষ গোলাপি নায়েক,কর্মাধ্যক্ষ বুলু খাটুয়া, কর্মাধ্যক্ষ গৌরি খাটুয়া,কর্মাধ্যক্ষ ভাগবত পায়রা, কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি,কর্মাধ্যক্ষ মল্লিকা নায়েক, বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ, জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি, ডেপুটি সেক্রেটারি কল্যান কুমার মিস্ত্রি, বিএলডিও প্রনবেন্দু চক্রবর্তী এবং আরডবলুপি জুনিয়র ইঞ্জিনিয়ার জামাল আহমেদের নাম । ওই সভা চলাকালীন বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের উপর হামলার ঘটনা ঘটে । এনিয়ে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ।
অগ্নিমিত্রা পাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে লিখেছেন,’ কিছুদিন আগে বিডিও অফিসে, বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের ওপর অকথ্য অত্যাচার চালায় তৃণমূলের কিছু দুষ্কৃতী। এই বাংলায় বিরোধীদের সম্মান নেই, নেই কোন গণতান্ত্রিক অধিকার। মৌমিতাদেবীর ওপর যে অত্যাচার চালানো হলো, সেটা কোন গণতন্ত্রের আওতায় পড়ে? দিদি আপনি জবাব দিন, আপনি কেন আপনার দলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবেন না ?’