এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,০৮ জানুয়ারী : কলকাতা কেন্দ্রীক গর্গ চ্যাটার্জির প্রতিষ্ঠিত “বাংলা পক্ষ” নামে একটা সংস্থাকে বাঙলা ভাষার কথিত স্বার্থ রক্ষার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎপাত করতে দেখা যায় । তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাদরে গ্রহণ করতে আগ্রহী হলেও তাদের যত সমস্যা কর্মসূত্রে এরাজ্যে আসা হিন্দিভাষী মানুষদের নিয়ে । বাংলা ভাষায় বলতে না পারায় ভিন রাজ্যের হিন্দিভাষী মানুষদের তারা চুড়ান্ত হেনস্থা পর্যন্ত করে । কিন্তু রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে তেমন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়না বলে অভিযোগ । গর্গ চ্যাটার্জিরা যাদের ছত্রছায়ায় লালিত পালিত বলে দাবি করে কেউ কেউ, সেই তৃণমূলের বিরুদ্ধেই বাংলা ভাষায় উর্দু আগ্রাসন ঘটানোর অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ।
অগ্নিমিত্রা পাল আসানসোল জেলা হাসপাতালের নবনির্মিত ভবনের করিডোরে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন । পোস্টারটি ‘কৃষি জমি ও বাড়িতে নিরাপদ জল ব্যবহার এবং স্যানিটেশনের জন্য করণীয়’ সংক্রান্ত । যেখানে জলের পরিবর্তে “পানি” শব্দ ব্যবহার করা হয়েছে । লেখা হয়েছে,’ফসলের মাঠে ও বাড়িতে নিরাপদ পানি ব্যবহার এবং স্যানিটেশনের জন্য করণীয়” । ‘ফসলের মাঠে ঢাকনা যুক্ত পরিষ্কার জগবা বোতলে খাবার পানি বহন করুন’ এবং ‘বাড়িতে প্রচলিত পদ্ধতিতে পানি বিশুদ্ধ করুন এবং নিরাপদ ভাবে পানি সংরক্ষণ করুন’ । এছাড়া লেখা হয়েছে, খাবার পানির উৎস ল্যাট্রিন-ময়লা-আবর্জনা থেকেদূরে রাখুন। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করুন। কৃষিকাজ, গবাদিপশুর পরিচর্যা ও মল-মূত্র ত্যাগের পর সাবান বাডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নিন। পরে রান্না করা ও খাবার আগে সাবান বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নিন। আসুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিরাপদ পানি পান করি, স্বাস্থ্যসম্মত জীবন গড়ি । ASANSOL DISTRICT HOSPITAL & SSH.
এই ব্যানারের প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা পাল লিখেছেন, আসানসোল জেলা হাসপাতালের নবনির্মিত বিল্ডিং-এর করিডোরে একটি পোস্টার দেখুন। বাংলা শব্দ জল-এর পরিবর্তে, (পানি) বলে সম্বোধন করা হয়েছে। বাংলার মাতৃভাষার প্রতি এই নির্লজ্জ অবহেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠে। বাংলা পশ্চিমবঙ্গের মাতৃভাষা। বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য।আসলে,মমতা ব্যানার্জী তোষণের রাজনীতিতে বিশ্বাসী । ভোটব্যাংকের রাজনীতির কারণে মমতা ব্যানার্জী আমাদের মাতৃভাষা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য কে মুছে ফেলতে চাইছেন। এটাই এগিয়ে বাংলার নমুনা!কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় উর্দু ভাষার আগ্রাসন আমরা মানছি না,মানবো না। মমতা ব্যানার্জির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে ও চলবে।’ তিনি আরও লিখেছেন,’আমাদের দাবি,বিভিন্ন সরকারি বিজ্ঞাপন থেকে সমস্ত রকমের বিদেশী ভাষার অপসারণ করে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হোক।’
প্রসঙ্গত,রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণের অভিযোগ দীর্ঘ দিন ধরে উঠছে । এর আগে ছোটদের পাঠ্যপুস্তকে রামধনুর পরিবর্তে “রঙধনু” শব্দ ব্যবহার করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল । এবারে ‘জল’-এর পরিবর্তে ‘পানি’ শব্দ প্রয়োগে বিতর্ক কতদুর গড়ায় সেটাই দেখার বিষয় ।।