এইদিন ওয়েবডেস্ক,শিলং,০১ জানুয়ারী ২০২৩ : মেঘালয়ের শিলং এলাকায় বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফের একটি স্নিফার ডগের গর্ভধারণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । শিলং- বাংলাদেশ সীমান্তবর্তী চৌকি বাগমারায় মোতায়েন রয়েছে ‘লেলসি’ নামের ওই স্ত্রী স্নিফার কুকুরটি । গত ৫ ডিসেম্বর সে তিনটি শাবকের জন্ম দিয়েছে । কিন্তু নিয়ম অনুযায়ী কঠোর নিরাপত্তা অঞ্চলে এবং একজন হ্যান্ডলারের নিয়মিত তত্ত্বাবধানে থাকা কোনো বিএসএফ কুকুর কখনই গর্ভবতী হতে পারে না । তাসত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দিয়েছে বিএসএফ । বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট অজিত সিং ঘটনার তদন্ত করছে । চলতি মাসের শেষের দিকে তাঁকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
নিয়ম অনুযায়ী,শুধুমাত্র বিএসএফের ভেটেরিনারি শাখার তত্ত্বাবধানে এবং পরামর্শে কুকুরের প্রজনন অনুমোদিত । বিএসএফ ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় বাহিনীতে অনুসন্ধান কুকুরদের প্রশিক্ষণ, প্রজনন, টিকা, খাদ্য এবং স্বাস্থ্যের বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয় । এত আঁটোসাঁটা নজরদারির মধ্যেও সেলসির গর্ভধারণ কিভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠছে । বিএসএফ-এর ভেটেরিনারি শাখার একজন সিনিয়র আধিকারিক বলেন, ‘আমাদের প্রশিক্ষিত কুকুরের গর্ভধারণের জন্য আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এমন পরিস্থিতিতে, কুকুরটি তার হ্যান্ডলারের অসতর্কতার কারণে গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে ।’ আর তা প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ওই স্নিফার কুকুরের হ্যান্ডলারকে ।।