এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীরা বেশ কিছু টাকার হেরফের করে ফেলেছিল । তার ভুকতান করতে হচ্ছিল এজেন্টকে । পরিবারের সোনাদানা বিক্রিবাটা করেও আরও বহু টাকা বকেয়া রয়ে গিয়েছিল । ওই টাকা পরিশোধের বিকল্প কোনও উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত
আত্মহননের পথ বেছে নিলেন ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের(Customer Service Point) এজেন্ট ।
ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর আমদাবাজ এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ আদক(৩১) । সোমবার সকালে তিনি বাড়িতে বিষপান করলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
জানা গিয়েছে,বৈদ্যপুর আমদাবাজ গ্রামের বাসিন্দা অভিজিৎ আদক নামে ওই যুবকের বাড়িতে রয়েছেন বাবা-মা,স্ত্রী ও একমাত্র মেয়ে । একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতেন তিনি । মৃতের বাবা অভয় আদক বলেন, ‘ছেলের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মরত কর্মচারীরা বেশ কিছু টাকা পয়সার গন্ডগোল করে ফেলেছিল । সেই টাকা আমার ছেলেকে ভুকতান করতে হচ্ছিল । বউমা ও নাতনির যা কিছু সোনার গহনা ছিল সব বিক্রি করে কয়েকজনের টাকা পরিশোধ করেছিল ছেলে । তার পরেও বেশ কয়েকজন টাকা পেতেন । তাঁরা নিয়মিত তাগাদাও দিচ্ছিলেন । এই কারনে আমার ছেলে কিছুদিন ধরে হতাশায় ভুগছিল । কিন্তু ছেলে যে মানসিক চাপের মধ্যে পড়ে শেষ পর্যন্ত এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা কল্পনাও করতে পারিনি ।’
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,এদিন সকালেও কয়েকজন পাওনাদাররা বাড়িতে এসে অভিজিৎবাবুকে টাকা ফেরতের জন্য চাপ দেয় । আর তারা চলে যাওয়ার পরেই পরিবারের সকলের নজর এড়িয়ে কীটনাশক পান করেন ওই যুবক । বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।।