এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৩ সেপ্টেম্বর : মেহসা আমিনি হত্যাকাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা ইরান । তারই মাঝে ফের হিজাব না পরার অপরাধে এক তরুনীকে গুলি করে মেরে ফেললো ইরানের নিরাপত্তা বাহিনী । এবারে ঘটনাস্থল মাজানদারান (Mazandaran) প্রদেশের নওশহরে(Nowshahr) এলাকা । বছর বাইশের ওই তরুনীর নাম হানানে কিয়া (Hanane Kia) । জানা গেছে,হানানে কিয়া পেশায় মেকআপ আর্টিস্ট ছিলেন । বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ডেন্টিস্টের কাছে দাঁতের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি । কিন্তু তিনি জিহাব আইন অনুযায়ী পোশাক পরেনি । আর সেই অপরাধে ডেন্টিস্টের কাছ থেকে ফেরার পথে ইরানি পুলিশ তাঁকে গুলি করে মেরে ফেলে ।
এদিকে মেহসা আমিনি হত্যার প্রতিবাদে ইরানি নাগরিকদের বিক্ষোভের ষষ্ঠ দিনে পড়ল । কিন্তু বিক্ষোভের রেশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ইরানের ৮০ টি শহরে একযোগে বিক্ষোভ দেখান লাখ লাখ মহিলা ও পুরুষ । বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে এবার বিক্ষোভকারীদের উপর রীতিমতো নির্যাতন শুরু করে দিয়েছে ইরানি পুলিশ । কোথাও কোথাও এলোপাথাড়ি গুলিও চালাতে দেখা গেছে পুলিশকে । পুলিশের গুলিতে এযাবৎ ৩১ জন নিহত হয়েছে । তার মধ্যে কয়েকজন প্রতিবাদকারী কিশোরও রয়েছে বলে জানা গেছে ।
এদিকে বিক্ষোভকারীদের জমায়েত প্রতিরোধ এবং বিক্ষোভ দমনের কারণে ইরান সরকার ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করেছে । বুধবার (২১ সেপ্টেম্বর) ইরাজ জুড়ে ইনস্টাগ্রাম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ করা হয়েছে । ইরান সরকার দাবি করেছে সরকারের একটি টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়েছে অজ্ঞাতনামা হ্যাকার গোষ্ঠী । মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদকারী ওই হ্যাকার গোষ্ঠীটির হামলায় ইরান সরকার এবং রাষ্ট্র-অনুষঙ্গিক বেশ কয়েকটি মিডিয়া ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে ।।