এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১০ জুন : ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করে ফের বোমা উদ্ধার করল বীরভূম জেলার কাঁকড়তলা থানার পুলিশ । বৃহস্পতিবার পুলিশ শেখ এনামুল নামে ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাঁকড়তলা থানার অন্তর্গত বড়রা গ্রামে যায় । তারপর ধৃতের কথামত তল্লাশি চালিয়ে গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় একটি খালের মধ্যে শুকনো ডালপালা চাপা দেওয়া দু’ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় । খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । এদিন বিকেল নাগাদ বোম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে । পুলিশ জানিয়েছে, আর কোথাও বোমা মজুত করা আছে কিনা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের দিন কাঁকড়তলা থানার অন্তর্গত কদমডাঙ্গা গ্রামে ভোট কেন্দ্রের ২০০ মিটার দূরে ৫০ টি শকেট বোমা ও ৪ কিলো বোমা তৈরীর মশলা উদ্ধার করেছিল কাঁকড়তলা থানার পুলিশ । ওই ঘটনায় পুলিশ গত ২৭ এপ্রিল শেখ এনামুলকে গ্রেপ্তার করে । তাকে আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । তখন থেকে জেলেই ছিল এনামুল । এদিকে ২৮ মে ঐ গ্রাম থেকে ফের কিছু বোমা উদ্ধার হয় ।
জানা গেছে, বোমা উদ্ধার হতেই এলাকায় আর কোথাও বোমা মজুত আছে কিনা জানতে এনামুলকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ । বিচারক আবেদন মঞ্জুর করেন । শেষ পর্যন্ত ধৃত ব্যক্তিকে জেরা করে এদিন ফের বেশ কিছু তাজা বোমার হদিশ পেল পুলিশ । বারবার বোমা উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।