এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা(কোচবিহার),০১ জুন : ফের এরাজ্যে বোমা উদ্ধার হল । এবারে কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকা থেকে ৩ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ । জানা গেছে,আজ বৃহস্পতিবার সকালে গোসানিমারি স্টেট ব্যাঙ্কের কিছুটা পাশেই দিনহাটা-সিতাই রাজ্য সড়কের ধারে ওই বোমা তিনটি বোমা নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে দিনহাটা থানার পুলিশবাহিনী । পুলিশ বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,দিনহাটার গোসানিমারি স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকাটি ঘন জনবসতিপূর্ণ এলাকা । এই প্রকার একটি এলাকায় রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলি ফেলে রেখে গেছে তা এখনো স্পষ্ট নয় । এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে একের পর এক জেলা থেকে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনায় চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে ।।