এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ মার্চ : সড়ক পথের ঠিক পাশেই বিশাল মসজিদ । কিন্তু ওই মসজিদ ছেড়ে ব্যস্ততম সড়ক পথের উপর চাদর বিছিয়ে নামাজ পড়ছিল একদল মুসলিম লোকজন । তাদের আশেপাশে দাঁড়িয়ে আরও বহু মুসলিম সম্প্রদায়ের লোকজন । ঘটনাস্থলে পৌঁছে দুই পুলিশকর্মী সড়কপথ অবরোধ মুক্ত করার চেষ্টা করেন । নামাজিদের রাস্তা খালি করে দিতে বলেন এক পুলিশকর্মী । নামাজিরা তা না শুনলে এক পুলিশকর্মী এগিয়ে এসে এক নামাজিকে সপাটে লাথি কষিয়ে দেন । এরপর ওই পুলিশকর্মীকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করে বাকি লোকজন । সেই দৃশ্য ঘটনাস্থলে উপস্থিত অনান্য মুসলিম ব্যক্তিরা নিজেদের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় । শুক্রবার দেশের রাজধানী শহর উত্তর দিল্লির ইন্দরলোকের একটি রাস্তায় এই ঘটনায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করে মুসলিম সম্প্রদায়ের লোকজন । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয় ।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর,কথিত সেকুলার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের লোকেরা দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর মনোজ কুমার তোমারের এই কাজের নিন্দা করেছেন। এরপর থেকে ওই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবারের নামাজের সময় দুপুর ২টার দিকে ইন্দরলোক মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে এবং পুলিশ অফিসার তাকে লাথি মারার ক্যামেরায় ধরা পড়ে।জনতা পুলিশকে ঘিরে ঠেলাঠেলি শুরু করে এবং এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। দিল্লি কংগ্রেস ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। ডিসিপি (উত্তর) মনোজ মীনা জানিয়েছেন সাব-ইন্সপেক্টর মনোজ কুমার তোমরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে । পাশাপাশি তিনি জানান যে রাস্তায় নামাজ পড়ার অনুমতি ছিল কিনা তা যাচাই করা হচ্ছে ।।