এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ জুলাই : তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দ্বিতীয় ফ্লাটে হানা দিয়ে ফের উদ্ধার হল বিপুল পরিমান নগদ টাকা ও গহনা । বুধবার অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে নগদ ১৯ কোটি ৯০ লক্ষ টাকা,৩ কেজি সোনা যার বাজার মূল্য ২ কোটি টাকা,৭৮ লাখ টাকার গয়না ও ৫৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা । এযাবৎ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হল মোট ৪১ কোটি টাকা । এছাড়া বুধবার অর্পিতার দ্বিতীয় বাড়ি থেকে দুটি ডাইরিও উদ্ধার করেছে ইডি । আর ডাইরিতে হাতের লেখা দেখে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় তৃতীয় ব্যক্তি জড়িয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে বলে খবর ।
বুধবার অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। চাবি না খোলায় তালা ভেঙেই ঘরে প্রবেশ করতে হয় । ফ্লাটের দেওয়ালে ছিল একাধিক আলমারি । আর সেই সমস্ত আলমারিগুলিতে নোটের বান্ডিলগুলি সাজিয়ে রাখা হয়েছিল । এছাড়া সেখান থেকে দুটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে । কোড ওয়ার্ডে কিছু লেখা আছে তাতে । আর তার পাঠোদ্ধার করতে ডিকোডিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি । সুত্রের খবর,কিছু হাতের লেখা পার্থ বা অর্পিতার হাতের লেখার সাথে মেলেনি । ফলে এই মামলায় তৃতীয় ব্যক্তির জড়িত থাকার সন্দেহ জাগিয়েছে । ইডির আধিকারিকদের আশা এই ডায়েরির সাহায্যে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে । তাই পার্থ-অর্পিতার হেফাজতের মেয়াদকাল ৩ আগস্টের আগে ওই ডাইরির কোড ওয়ার্ড ডিকোর্ড করার জন্য ইডি উঠেপড়ে লেগেছে । পাশাপাশি ইডির আধিকারিকরা লক্ষ্য করেছেন যে একটি নির্দিষ্ট নম্বর থেকে নিয়মিত কল করতেন পার্থ-অর্পিতা । ওই নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে পারলে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় নতুন রহস্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী দল ।।