এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ আগস্ট : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলার একের পর এক সমবায় সমিতি হাতছাড়া হয়ে যাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের । ফের একটি সমবায়ের দখল নিল বিজেপি । আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ ব্লকের সাতখণ্ড সাহেব নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড -এর পরিচালন সমিতি নির্বাচন হয় । মোট ৯টি আসনের মধ্যে সবকটি দখল নিয়েছে গেরুয়া শিবির । খাতা খুলতেই পারিনি তৃণমূল । এদিকে কলকাতাতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পূর্ব মেদিনীপুর জেলায় এনিয়ে ৫৩ টা সমবায় জেতা হল ।তৃণমূলের ছিন্নমূলের বিন্দুমাত্র অবশিষ্ট রাখবো না ।’
গননা চলাকালীনই কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে খেজুরী-২ ব্লকের সাতখণ্ড সাহেব নগর সমবায়ে বিজেপির জেতার ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি । আর সেটা বাস্তবে প্রমাণও হলো । শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমি ৫৩ তম সমবায় সমিতি জিততে চলেছি । খেজুরির সাহেব নগরে । রাজ্য পুলিশ দিয়ে ভোট করেও আমি তৃণমূলকে সমবায়ের সাফ করে দিয়েছি। যাকে গ্রাম্য ভাষায় বলে গেঁড়ু উড়ানো হচ্ছে । যাতে তৃণমূলের ছিন্নমূলের কোন বিন্দুমাত্র থাকে না । আমি প্রমাণ করে দিয়েছি । ২৬শেও প্রমাণ করে দেবো।’
২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে বিজেপির ভোটের বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে চলেছে বলে তিনি জানান । তার পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ‘২০১৯ সালে আমি তখন তৃণমূল করি । সেই সময় পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে ৩৭ শতাংশ । তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৫২ শতাংশ । ২০২১ সালে আমি বিজেপিতে নেতৃত্ব দিয়েছি । পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট হয়েছে ৪৪% । সাতটা এমএলএ জিতেছি আমরা । তৃণমূলের ভোট নেমে আসে ৪৩ শতাংশে । ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে যে নতুন দুটো সিট জিতেছে সেটা আমার জেলা থেকেই । কাঁথি এবং তমলুক । তখন বিজেপি ভোট পেয়েছিল ৪৬% । ১৯ থেকে ২৪ ক্রমান্বয়ে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় ভোট বাড়িয়েছে এবং তৃণমূলকে নিচে নামিয়ে দিয়েছে । ২০২১ সালে মমতা ব্যানার্জির নিজের টেস্ট করতে গিয়েছিলেন । কিন্তু ব্যর্থ হয়েছেন ।’
তিনি আরও বলেছেন,’আমি নরেন্দ্র মোদীজিতে সবার সামনে অন রেকর্ড কথা দিয়েছি যে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে ১৬ জনকে জিতিয়ে মোদিজীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার । রাজ্যেও যেমন সবাইকে নিয়ে আমার দায়িত্ব রয়েছে, কিন্তু পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিজের । আমি লিখেও দিতে পারি । আগেও বলেছি আবার বলছি ।
অভিজিৎ গাঙ্গুলী প্রায় ৮০ হাজার ভোটে জিতেছেন৷ আমার ভাই দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন । তখন পিসি-ভাইপো গিয়ে চটকেছিল। কিন্তু কিছু করতে পারেনি । ২৬শেও কিছু করতে পারবে না ।’
প্রসঙ্গত, আজ পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন অভিষেক ব্যানার্জি । এই বিষয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন,’ওকে (অভিষেক ব্যানার্জি) ডেকে বলুন, হলদিয়া থেকে, জেলা পরিষদ থেকে, দীঘা থেকে ভাগ ঠিকঠাক আসছে কিনা দেখতে । ভাগবাটোয়ারা ঠিক রাখতে বলুন । চোর ভাইপো এগুলো করে নিক । তবে ভোট হবে না । গাঁয়ের ছেলের সঙ্গে গায়ে লোক আছে । ওসব বড় লোকের সঙ্গে নেই ।’
এদিন খেজুরী-২ ব্লকের সাতখণ্ড সাহেব নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড -এর পরিচালন সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা । বিজেপির প্রচুর মহিলা এবং পুরুষ কর্মী লাইন দিয়ে দাঁড়িয়ে স্লোগান তোলেন : “খেজুরিতে হারিল,গোহারা হারিল” “চোর তৃণমূল হারিল, গোহারা হারিল”, “দিকে দিকে হারিলো, গো হারা হারিলো”, “৯-০ এ হারিল, গোহারা হারিল” প্রভৃতি ।।

