এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ নভেম্বর : টুইটার,ফেসবুক-মেটা,অ্যামাজনের পর এবার কর্মী ছাঁটাই করছে ভারতীয় সোশ্যাল মিডিয়া কোম্পানি শেয়ারচ্যাট । ইতিমধ্যে কোম্পানিটি তার ফ্যান্টাসি প্ল্যাটফর্ম জিট ১১ (Jeet11)ও বন্ধ করে দিয়েছে ।
সূত্রের খবর, শেয়ারচ্যাটের দেশ জুড়ে মোট কর্মচারীর সংখ্যা ২,৩০০ এবং এই ছাঁটাইয়ের প্রায় ১০০ কর্মীর চাকরিকে প্রভাবিত করতে পারে বলে খবর ।
শেয়ারচ্যাট পরিচালনা করে মহোল্লা টেক প্রাইভেট লিমিটেড । সংস্থাটিকে অর্থায়নকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে গুগল, টুইটার, স্ন্যাপ এবং টাইগার গ্লোবালের মতো সংস্থাগুলি । কোম্পানির মুখপাত্র জানিয়েছেন,কোম্পানি সময়ে সময়ে তাদের ব্যবসায়িক কৌশলগুলি পর্যালোচনা করে থাকে । অ্যাপটিতে কিছু ফাংশন সহ কোম্পানিটি জিট ১১ প্ল্যাটফর্মও বন্ধ করে দিয়েছে । আর সে কারণেই নতুন কর্মী নিয়োগের জন্য কোম্পানি থেকে কিছু কর্মীকে বরখাস্ত করা হচ্ছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।।