এইদিন ওয়েবডেস্ক,সিন্ধু(পাকিস্থান),১৮ জুলাই : সীমা হায়দারকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাকাতদলের হুমকির পর হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার শুরু করেছে পাকিস্তানের জিহাদিরা । হামলার ঘটনাগুলি ঘটছে মূলত পাকিস্তানের সিন্ধু প্রদেশে । সিন্ধু প্রদেশে ৩০ জন হিন্দুকে অপহরণ করা হয়েছে । অপহৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও । রবিবার ঘটনার পর এখনো অপহৃতদের উদ্ধার করতে পারেনি পুলিশ । পাশাপাশি দুটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে । জানা গেছে,সিন্ধু প্রদেশের টান্ডো মুহাম্মদ খান (Tando Muhammad Khan) এলাকার বাসিন্দা নানা বাগরির (Nana Bagri) ১৬ বছরের ছেলে শামলালকে (Shamlal) অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে । অপহরণ, খুন, ধর্মস্থলে হামলার পাশাপাশি হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে মুসলিম পুরুষের সাথে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে সিন্ধু প্রদেশে । এমনই একটি খবর পাওয়া গেছে সিন্ধু প্রদেশের সুক্কুর(Sukkur) এলাকায় । সেখানে রিয়া কুমারী (Riya Kumari) নামে এক হিন্দু তরুনীকে অপহরণের পর জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে মুহাম্মদ রাজা কুরেশি (Muhammad Raza Qureshi) নামে এক ব্যক্তির সাথে বিয়ে করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ।
পাকিস্তানের মানবাধিকার কমিশন রবিবার একটি টুইট বার্তায় জানিয়েছে যে তারা সিন্ধুর কাশমোর এবং ঘোটকি এলাকায় আইনশৃঙ্খলার অবনতি সম্পর্কে তথ্য পেয়েছে । এখানে ডাকাতরা মহিলা ও শিশুসহ ৩০ হিন্দুকে অপহরণ করেছে । এইচআরসিপির মতে, ডাকাতরা হিন্দুদের উপাসনালয়কে আরও বেশি নিশানা করার পরিকল্পনা করেছে । একই টুইটে অপহৃত হিন্দুদের রক্ষায় সিন্ধু সরকারকেও দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ।
এসএসপি ইরফান সামুনের মাথায় ধর্মীয় ফেটি বেঁধে তাঁকে স্বাগত জানাচ্ছেন শিখরা ।
এদিকে সীমা হায়দারের ঘটনার প্রেক্ষিতে হিন্দু উপাসনালয়ে আক্রমণ করার জন্য পাকিস্তানের জিহাদি ডাকাত মিয়াঁ মিঠুর (Mian Mithoo) হুমকির পরে কাশমোর-কান্ধকোটের (Kashmore-Kandhkot) এসএসপি ইরফান সামুন (Irfan Samoon) শহরের গুরুদ্বার ও মন্দির পরিদর্শন করেছেন বলে জানা গেছে । স্থানীয় গুরুদ্বার কর্তৃপক্ষ এসএসপির মাথায় ধর্মীয় ফেটি বেঁধে দিয়ে তাঁকে স্বাগত জানান । স্থানীয় সংখ্যালঘুদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন এসএসপি।।