এইদিন ওয়েবডেস্ক,চেচনিয়া,২১ আগস্ট : সাম্প্রতিক সময়ে সুইডেন ও ডেনমার্কে কোরান পোড়ানোর একাধিক ঘটনা ঘটেছে । আর এতে বেজায় ক্ষুব্ধ চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ (Ramzan Kadyrov) । পোড়ানোর ঘটনার মোকাবেলায় ব্যর্থতার জন্য তিনি বিশ্বের মুসলিম নেতাদের দায়ি করেছেন । ইউক্রেন সংঘাতের অবসানের পর কোরান পোড়ানোয় অভিযুক্তদের সাথে মোকাবিলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার অঙ্গীকার করেছেন কাদিরভ।
টেলিগ্রামে এক বিবৃতিতে কাদিরভ বলেছেন যে ইউরোপে ইসলামের পবিত্র গ্রন্থের অবিরত অবমাননা মুসলিম বিশ্বের জন্য একটি “অভূতপূর্ব চ্যালেঞ্জ” তৈরি করেছে । এই সময়ে মুসলিম রাষ্ট্রের নেতারা কোথায়? কেন তারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে প্রকাশ্যে লঙ্ঘন করতে দিচ্ছে এবং মুসলিম ও ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না ? তারা কি সত্যিই আল্লাহর ক্রোধের চেয়ে প্রতিক্রিয়া এবং আমেরিকান ও ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বেশি ভয় পায় ?’
তিনি বলেছেন,বর্তমানে রাশিয়া ইউক্রেনে “আমাদের পবিত্র মূল্যবোধের জন্য” লড়াই করার সময় পশ্চিমা “আক্রমনাত্মক নাস্তিক ঔপনিবেশিক নীতির” বিরুদ্ধে একা দাঁড়িয়েছে । আমি জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত। আমরা যখন ইউক্রেন যুদ্ধ শেষ করব, তখন আমরা সেই সব দেশে যাব যারা কোরানকে অপবিত্র করেছে । কাদিরভ উল্লেখ করেছেন, রাশিয়ায় অনেক মুসলিম আছে যারা ঘটনাগুলিকে উপেক্ষা করবে না…।
কাদিরভ বলেন,যদি শয়তানের কর্মকাণ্ড বন্ধ না করা হয় তাহলে আগামীকাল তারা আমাদের মসজিদে ঢুকবে,তারা আমাদের বাচ্চাদের শিক্ষা দেবে যে প্রার্থনা জরুরি নয় এবং আমাদের জনগণকে একটি মুখবিহীন ভোক্তাদের মত পরিণত করবে যাদের জন্য ডলার তাদের দেবতা হয়ে উঠবে ।
প্রসঙ্গত,এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোরান পোড়ানোকে একটি “অপরাধ” এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার প্রচেষ্টা বলে নিন্দা করেছিলেন ।।