এইদিন ওয়েবডেস্ক,নরসিংদী,২০ মে : কপালে টিপ পড়ার অপরাধে জনৈক কট্টরপন্থী পুলিশকর্মীর হেনস্থার শিকার হয়েছিলেন বাংলাদেশের তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার । এই ইস্যুতে ওই পুলিশকর্মী নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করে মুখরক্ষা করেছিল বাংলাদেশের প্রশাসন । তার জের কাটতে না কাটতেই এবার জিন্স প্যান্ট ও টপস পড়ার অপরাধে চুড়ান্ত হেনস্থা করা হল এক তরুনীকে ৷ আর এক বোরখা পরিহিতা মহিলাই কিছু ধর্মান্ধ যুবককে তরুনীকে হেনস্থা করার জন্য উসকে দিয়েছিল বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সুত্রে খবর । বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নরসিংদী রেলওয়ে স্টেশনে । শেষে দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে ধর্মান্ধ মানুষদের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন ওই তরুনী । তবে এই ঘটনায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ, নরসিংদী রেল স্টেশনের স্টেশন মাস্টার এবং নরসিংদী থানার পুলিশ ।
প্রসঙ্গত,বাংলাদেশে মাঝে-মধ্যেই পোশাকের কারণে মহিলাদের হেনস্থা হওয়ার খবর প্রকাশ্যে আসে । এমনকি নির্যাতনের শিকার হওয়া মহিলাকে উল্টো তার পোশাকের জন্য দায়ী করার প্রবণতাও দেখা যায় । বাংলাদেশে একটি গবেষণা বলছে, সে দেশে মহিলাদের প্রতি পুরুষের অবমাননাকর দৃষ্টিভঙ্গি এবং হিংসার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে ।
আর ওই ধরনের ঘটনার সাম্প্রতিকতম দৃষ্টান্ত নরসিংদী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ওই ঘটনাটি । তরুনীকে পোশাকের কারনে হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি অত্যাচারিত তরুনীর পোশাক ধরে টানাটানি করছে । জিন্স প্যান্ট ও টপ পড়ার জন্য কৈফিয়ত চাইছে । শুধু যুবকরাই নয়, বৃদ্ধদের উপস্থিতি দেখা গেছে ভিডিওতে । তাদের মধ্যে চশমা পরিহিত এক ব্যক্তি তরুণীর সঙ্গী দুই তরুণকে জিজ্ঞাসা করছেন কেন সে জিন্স ও টপস পড়ে বাইরে বেড়িয়েছে ৷ বাদানুবাদের একপর্যায়ে লাল টি শার্ট পরা এক ব্যক্তিকে পেছন থেকে এগিয়ে গিয়ে ওই তরুণীকে ঠিলে দিতে দেখা যায় । তারপর আক্রান্ত তরুণী চিৎকার করতে করতে দৌড়ে স্টেশন মাস্টারের রুমের দিকে চলে যান।
জানা গেছে,পরে পুলিশ এসে প্রথমে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও পরে তরুণী ও তার সহযোগীদের ঢাকাগামী ট্রেনে তুলে দেয় । রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমায়দুল জাহেদি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,জানা গেছে প্লাটফর্মে ওই তরুনী যখন অপেক্ষা করছিলেন তখন আর একজন মহিলা এসে ওই তরুণীকে এ ধরনের পোশাক পরেছে কেন জিজ্ঞেস করেন । মেয়েটি এবং তাদের সাথে থাকা তরুণরা এর প্রতিবাদ করেন এবং ওই নারীকে বলেন যে ‘আপনার পোশাক নিয়ে তো আমরা কোন কিছু জিজ্ঞেস করিনি।’ এ নিয়ে কথা কাটাকাটির মধ্যেই শার্ট ও চশমা পরিহিত এক ব্যক্তি একই প্রশ্ন করতে থাকেন ও পরে আরো কিছু লোকজন এসে তরুনীর পোশাক ধরে টানাটানি ও ঠেলাঠেলি করতে শুরু করে । শেষে স্টেশন মাস্টারের ঘরে আশ্রয় নেয় ওই তরুনী ৷।