এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,০৬ জানুয়ারী : রাজস্থানের কোটায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে চোরের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটেছে ৷ বাড়িতে কেউ নেই দেখে চুরি করতে ঢোকে দুই চোর । কিন্তু একজন চোর বাড়ির রান্নাঘরের এক্সজস্ট ফ্যানের ফাঁক দিয়ে ঢুকতে গিয়ে এমন মোক্ষমভাবে আটকে যায় যে সে আর বের হতে পারেনি । শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তাকে সেই ফাঁদ থেকে বের করে ।
গত ৩ জানুয়ারী কোটার বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা ছিল । সেই সুযোগে দুই চোর সুভাষ কুমারের বাড়িতে চুরি করতে ঢোকে । তাদের মধ্যে একজন রান্নাঘরের এক্সস্ট ফ্যান দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু সে সেখানে আটকে যায় এবং বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে৷ কিন্তু ব্যর্থ হয়ে সেখানেই আটকে গিয়ে ঝুলতে থাকে ।
এদিকে, রবিবার (৪ ডিসেম্বর) রাতে পরিবারটি বাড়ি ফিরে আসে। সেই সময়, তারা যে দুই চাকার গাড়িতে করে এসেছিল তার আলো সরাসরি রান্নাঘরের জানালায় পড়ে। সেই সময়, জানালা দিয়ে একজনের পা ঝুলন্ত অবস্থায় দেখে তারা হতবাক হয়ে যায়।
এরপর তারা পুলিশকে ফোন করে খবর দেয়। পরে পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে কয়েক ঘন্টার চেষ্টার পর চোরকে উদ্ধার করে। পুলিশ যুবকটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে যে সে চুরি করতে এসেছিল এবং তার সাথে আর একজন এসেছিল এবং পরিবারকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে । সে আরও দাবি করেন যে তার সঙ্গী যে গাড়িতে করে এসেছিল তাতে পুলিশের স্টিকার লাগিয়েছিল যাতে কেউ সন্দেহ না করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।।

