এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ আগস্ট : গত বছর তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ৩৯.৫৯ শতাংশ মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে । কাজ হারিয়েছেন প্রায় ৬০ শতাংশ সাংবাদিক । আর কাজ হারানো সাংবাদিকদের তালিকায় অধিকাংশ মহিলা রয়েছেন । আফগানিস্তানে সাংবাদিকদের সাম্প্রতিক এই পরিস্থিতি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ।
প্রতিবেদনে বলা হয়েছে,তালিবান সরকার ক্ষমতা দখলের পর আফগানিস্তানে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারন করেছে । পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে । সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলোয়ার বলেছেন, “গত এক বছরে আফগানিস্তানে মিডিয়া ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে । মিডিয়া এবং সাংবাদিকদের জন্য আইন প্রণয়ন করে গণমাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে । সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর রীতিমতো দমন পীড়ন চালানো হচ্ছে ।’ সংগঠনটি সাংবাদিকদের প্রতি হিংসা ও হয়রানি বন্ধ করার এবং তাদের বিনা বাধায় তাদের কাজ করার অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ।
প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ১৫ আগস্টের আগে আফগানিস্তানে ৫৪৭ টি মিডিয়া আউটলেট ছিল । কিন্তু ২০২২ সালে ২১৯ টি বন্ধ করে দিয়েছে তালিবান । একইভাবে ২০২১ সালের ১৫ আগস্ট আগে পর্যন্ত ১১,৮৫৭ সাংবাদিক ছিল । বর্তমানে মাত্র ৪,৭৫৯ জনে ঠেকেছে । সব চেয়ে খারাপ অবস্থা মহিলা সাংবাদিকদের । তালিবানের এক বছরের শাসনকালে ৭৬.১৯ শতাংশ মহিলা সাংবাদিক তাঁদের কাজ হারিয়েছেন ।।