এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ ডিসেম্বর : কলকাতার আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র নৃশংস বর্বরোচিত ধর্ষণ-হত্যাকান্ড শুধু রাজ্য বা দেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল । এই হত্যাকাণ্ডে প্রথম থেকেই তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছিল । প্রশ্ন উঠছিল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির সদিচ্ছা নিয়েও । কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । কিন্তু ‘অভয়া’র ধর্ষণ-হত্যাকান্ডের প্রধান আসামি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের যখন থেকে জামিন হয়েছে তখন থেকেই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শেষ পর্যন্ত সিবিআইয়ের উপর আস্থা হারিয়ে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন ‘অভয়া’র মা-বাবা । তাঁরা জানান,সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় তাদের আস্থা নেই । ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে,৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট পর্যন্ত জমা দিতে পারেনি । এমতবস্থায় সিবিআইয়ের হাতে এই মামলা থাকলে তাদের মেয়ে ন্যায়বিচার পাবেন না বলে মনে করছেন ‘অভয়া’র মা-বাবা ৷
প্রসঙ্গত, ‘অভয়া’র ধর্ষণ-হত্যাকান্ডে প্রমান লোপাটের ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযোগ রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে । আর তাদের জামিন হয়ে যাওয়া সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় গাফেলতির অন্যতম প্রধান উদাহরণ বলে মনে করছেন নিহত তরুনী চিকিৎসকের মা-বাবা । পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্টের কাছ থেকে মামলা নিজের হাতে নিয়ে ‘অভয়া’র ন্যায়বিচার পাওয়ার পথকে আরও জটিল ও বিলম্বত করে দিয়েছেন বলে অভিযোগ । মামলাটি এখনো সুপ্রিম কোর্টের হাতে এবং ডিওয়াই চন্দ্রচুড়ও নেই । ফলে যেটা আশঙ্কা করা হয়েছিল যে রাজ্যে বামফ্রন্টের জমানায় রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ডের ন্যায়বিচার যেমন আজও হয়নি ঠিক সেই ভাবেই ‘অভয়া’র ধর্ষণ হত্যাকাণ্ড মামলাও অমীমাংসিত থেকে যাবে ।।