• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাপের পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি ! চাঞ্চল্য জামালপুরে

Eidin by Eidin
July 27, 2022
in রাজ্যের খবর
সাপের পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি ! চাঞ্চল্য জামালপুরে
হাসপাতালে শিশুদের নিয়ে অবিভাবকরা । জামালপুর ।
8
SHARES
120
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুলাই : শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে দেওয়া হয় রান্না করা খাবার।মাস দেড়েকে আগে পূর্ব বর্ধমানের জামালপুরে বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছিল ’সাপ’।আর বুধবার জামালপুরের সেলিমাবাদ গ্রামের মীড় পাড়ার ৪০৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাচুড়িতে ছিল ছিল ’টিকটিকি’। যে খাচুড়ি খেয়ে ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে জনা পনের শিশু ও তিন শিশুর মা।এই ঘটনায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে সেলিমাবাদ গ্রামে ।অসুস্থ হয়ে পড়া সকল শিশু ও শিশুর মায়েদের চিকিৎসা হয় জামালপুর গ্রামীণ হাসপাতালে । এমন ঘটনা কি ভাবে ঘটলো তার তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , জামালপুর ব্লকের জামালপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম সেলিমাবাদ মীড় পাড়া।এই গ্রামের ৪০৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিদায়ক খাবার (খিচুড়ি) পাওয়ার জন্য ৫৬ জনের নাম নথিভুক্ত রয়েছে ।অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব সামলান কর্মী অঞ্জনা দাস দে ও সহায়িকা মমতাজ বেগম।অন্যান দিনের মত এদিনও সেলিমাবাদের মীড় পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়।বেলা ১০ টার মধ্যে খিচুড়ি রান্না হয়ে গেলে তা সেখানকার শিশু ও শিশুর মায়েদের কেন্দ্রে বসেই অনেকে খিচুড়ি খায়।অনেকে আবার পাত্রে খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যায়।বাড়িতে যাঁরা খিচুড়ি নিয়ে যান তাঁদের কয়েকজন খিচুড়ি খেতে খেতে দেখেন খিচুড়িতে মিশে রয়েছে টিকটিকির দেহাবশেষ ।সেই খিচুড়ি খেয়ে ফেলায় তারা বমি করা শুরু করেন।অসুস্থতাও অনুভব করেন। এই খবর মীড় পাড়ায় ছড়িয়ে পড়তেই খুড়িয়ে খাওয়া অনেক ভয়ে আতঙ্কে অসুস্থতা অনুভব করা শুরু করেন। চিকিৎসার জন্য একের পর এক শিশু ও তিন শিশুর মা কে নিয়ে পরিবারের লোকজন জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করেন।ডাক্তারের পরামর্শে কয়েকজনকে ইনজেকশনও তার পর দীর্ঘ সময় তাঁদের হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয় । এই খবর পেয়ে জামালপুরের বিধায়ক অলক মাঝি হাসপাতালে পৌছে শিশুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এমন ঘটনা এই প্রথম জামালপুর ব্লকে ঘটলো
এমনটা নয় ।গত ৮ জুন জামালপুরের পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাগকালাপাহাড় গ্রামের ১৩৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হওয়া খিচুড়িতে মিলেছিল ’মরা সাপের বাচ্চা’। সেই খিচুড়ি খেয়ে ফেলায় ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু শিশু। যদিও সেবার বড় কোন বিপদ না ঘটায় সবাই দুশ্চিন্তা মুক্ত হন । এই ঘটনার পর মাত্র দেড় মাস কাটতে না কাটতে ফের জামালপুরের মীড় পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি দেহাবশেষ মেলার অভিযোগ ওঠলো । যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে প্রশাসন।
এদিন জামালপুর হাসপাতালে নিজের শিশুদের চিকিৎসা করাতে নিয়ে আসেন মীড় পাড়ার মহিলা নাসিমা খাতুন ও রীণা খাতুন। তাঁরা বলেন, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এদিন খিচুড়ি দেওয়া হয় । সেই খিচুড়ি অনেক শিশু খেয়েও নেয়।খানিক পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মাধ্যমে তাঁরা জানতে পারেন খিচুড়িতে টিকটিকি পড়েগিয়েছিল । সেটা খিচুড়ির সঙ্গে মিশে গিয়েছে ।’ এই কথা অন্য শিশুর পরিবারকেও জানিয়ে দেন নাসিমা খাতুন ও রীণা খাতুন।বিষয়টি জানার পর তাঁদের শিশু সন্তান সহ অন্য শিশুরাও অসুস্থতা অনুভব করা শুরু করে । অনেকে বমি করা শুরু করে। তিন শিশুর মাও অসুস্থতা অনুভব করে । সবাই চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে পৌছান ।
খালিমা বিবি নামে এক মহিলা বলেন,’তাঁর নাতনি থালায় করে যে খিচুড়ি নিয়ে খাচ্ছিল তার মধ্যে টিকটিকির দেহের চাল দেখতে পান ।তার পর আর দেরি না করে তিনি তাঁর নাতনিকে নিয়ে সঙ্গে সঙ্গে জামালপুর হাসপাতালে ছুটে এসেছেন। খালিমা বিবি এও বলেন,টিকটিকি সহ রান্না হওয়া খিচুড়ি নাতনি খেয়েছে।কি হবে জানি না । চরম আতঙ্কে রয়েছি ।’
হাসপাতালে থাকা অন্য শিশুর ক্ষুব্ধ অভিবাবকরা বলেন ,অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্নার সময়ে কোন নজর রাখা হয় না। কয়েকদিন আগে মহকুমাশসক (বর্ধমান দক্ষিণ )জামালপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল চাল খতিয়ে দেখে যান।তার পরেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল বদলায় নি । সেই কারনেই এমনসব ঘটনা ঘটছে। কখনও ’সাপ’ কখনও ’টিকটিকি’ সহ রান্না হওয়া খিচুড়ি
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে শিশুদের খেতে দেওয়া হচ্ছে ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অঞ্জনা দাস দে যদিও বলেন,সেন্টারে খিচুড়ি রান্নার সময়ে টিকটিকি পড়েছিল এমনটা নাও হতে পারে ।তিনি দাবি করেন ,“শিশুরা বাড়িতে খিচুড়ি নিয়ে যায় । তার পর তাদের অভিভাবকরা এসে বলে খিচুড়িতে টিকটিকি রয়েছে ।কিন্তু রান্না করার সময়ে তাঁরা খিচুড়িতে টিকটিকি দেখতে পান নি। কি ভাবে কি হল সেটা বুজে উঠতে পারছেন না বলে অঞ্জনা দাস জানিয়েছেন’ । একই দাবি করেছেন,মীড় পাড়া
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা মমতাজ বেগম ।
বিডিও শুভঙ্কর মজুমদার বলেন,’মীড়পাড়া
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে টিকটিকি ছিল , এমন একটা ঘটনার কথা শুনেছি ।ঘটনার তদন্ত করে দেখার দায়িত্ব সিডিপিও কে দেওয়া হয়েছে। উচ্চ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে“ । জামালপুর ব্লকের সিডিপিও সুশোভন রায় বলেন, “সেন্টার থেকে খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যায় ।পরে বাড়িথেকে
ওই খিচুড়ি নিয়ে এসে বলছে খিচুড়িতে টিকটিকি রয়েছে । এটা কিভাবে মানা যায় ! তবুও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ।’।

Previous Post

“৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে”- মিঠুন চক্রবর্তীর ‘ব্রেকিং নিউজ’

Next Post

বনমহোৎসব পালিত হলো গুসকরা উচ্চ বিদ্যালয়ে

Next Post
বনমহোৎসব পালিত হলো গুসকরা উচ্চ বিদ্যালয়ে

বনমহোৎসব পালিত হলো গুসকরা উচ্চ বিদ্যালয়ে

No Result
View All Result

Recent Posts

  • কর্ণাটকের হুব্বালিতে আন্তঃবর্ণের বিবাহের জেরে গর্ভবতী মেয়েকে খুন করল বাবা; তিনজন গ্রেফতার
  • মমতা ব্যানার্জির “বডি ল্যাঙ্গুয়েজে” সত্যিই কি সম্ভাব্য পরাজয়ের ছাপ ফুটে উঠছে ? 
  • বাংলাদেশ হাইকমিশনের সামনে মহম্মদ ইউনূসের ছবি জুতোপেটা করা হল  ; মুখ্যমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর প্রশ্ন  : “দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জি চুপ কেন?”
  • বাংলাদেশের জিহাদিদের খেল খতম ! পার্বত্য চট্টগ্রামে এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার 
  • পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায়  টুকলিসহ মহিলা পরীক্ষার্থী ধরা পড়তেই প্রশ্ন ফাঁসের বড়সড় চক্রের হদিশ পেলো কাটোয়া পুলিশ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.