এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ ফেব্রুয়ারী : চলতি বছরে দেশজুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন । বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপির তৃতীয় দফায় ক্ষমতায় আসা প্রায় এক প্রকার নিশ্চিত । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গগনচুম্বি জনপ্রিয়তায় ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি এবার ৪০০ আসন পেরিয়ে যাবে বলে মনে করছেন গেরুয়া শিবির । কিন্তু বাংলায় কেমন ফলাফল করবে বিজেপি ? জনমত সমীক্ষায় যেটা ভবিষ্যতবাণী করা হচ্ছে সেটা হল, বিজেপি বাংলায় ২০১৯ সালের আসন ধরে রাখতে সক্ষম হবে । তবে সেভাবে আসন বাড়াতে পারবে না বিজেপি । কিন্তু ভোট কুশলী প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকেও এবারে নির্বাচনে ভালো ফলাফল করবে । তৃণমূলের ফলাফল তুলনামূলভাবে খারাপ হবে। এমনকি তৃণমূলের নিজের গড় ধরে রাখার কার্যত কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন । কারণ সন্দেশখালি ইস্যু । আর ইস্যুকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হওয়া চলছে বলে মন্তব্য করেছেন তিনি ।
টাইমস নাও এর সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন,’দেখুন আমি এখন পশ্চিমবঙ্গে নেই,তাই সেখানকার পরিস্থিতি সম্পর্কে সেভাবে অবগত নই । কিন্তু সন্দেশখালীর মত একটা গুরুতর ইস্যু সামনে এসেছে । আর এই ঘটনায় শাসক দলের লোকসান হবেই হবে । কিন্তু সন্দেশখালি এবং সন্দেশখালি ছাড়া বাংলায় বিজেপির উত্থান হয়েছে এটা স্পষ্ট । দিল্লিতে যে সমস্ত সাংসদরা বসে আছেন তারা ভাবছেন যে বাংলায় বিজেপি শেষ হয়ে গেছে । কিন্তু সত্য হলো যে বিজেপি আজও বাংলায় শক্তপোক্ত একটি রাজনৈতিক শক্তি ৷
তিনি বলেন,’বিগত ১২-১৩ বছরে টিএমসির প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের সাম্রাজ্য ধরে রাখার জন্য কঠিন লড়াই করতে হবে । আমি মনে করি না যে ২০১৯ সালের পর বিজেপির অবস্থান বাংলায় নিম্নগামী হয়েছে । বিগত বিধানসভার ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি আরও ভালো ফলাফল করবে ৷ আমার অনুমান লোকসভায় বাংলা থেকে বিজেপি খুব ভালো ফলাফল করবে ।’
তিনি আরো বলেন, ‘দক্ষিণেও বিজেপি প্রসার লাভ করছে ৷ তেলেঙ্গানাতে বিজেপির ১৪ শতাংশ ভোট পেয়েছে । আমি দেখতে পাচ্ছি বিজেপির সেখানে ভোটের হার ক্রমশ বাড়ছে । তামিলনাড়ু তো এখনো পর্যন্ত বিজেপি সেভাবে সাফল্য পাইনি কিন্তু এবারে আমার মনে হচ্ছে সেখানেও বিজেপির ভোট শেয়ার দু অঙ্কে পৌঁছে যাবে৷ আপনি যদি মনোযোগ দিয়ে বিজেপির গেম প্ল্যান দেখেন তাহলে বুঝতে পারবেন বিজেপি এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তামিলনাড়ুতে খুব বেশি মনোযোগ দিয়েছেন ৷’
প্রশান্ত কিশোর বলেন,’তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আমার মনে হয় । তবে কটা আসন পাবি সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না । তবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার দুই অঙ্কে পৌঁছে যাবে । আমার দৃষ্টিতে বিজেপি পূর্ব এবং দক্ষিণ ভারতে যথেষ্ট সচেতন আছে । বিজিবি পারফরমেন্স বিগত সময়ের তুলনায় খুবই ভালো হয়েছে সেখানে । বিহার, বাংলা,উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্র,তামিলনাড়ু তেলেঙ্গানা এবং কেরালায় বিজেপি তার নিজের অবস্থান ধরে রেখেছে ।’ তিনি ভবিষ্যৎবাণী করেছেন পূর্ব ও দক্ষিণের ওই সমস্ত রাজ্যগুলি মিলে ২২০ টি আসনের মধ্যে ২০১৯ সালের থেকে বেশি আসন পাবে বিজেপি ।।