এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ ডিসেম্বর : স্কুল কলেজের গেটের সামনে ভারতীয় জাতীয় পতাকা এঁকে পদদলিত করে প্রতিনিয়ত পতাকার অবমাননা করে যাচ্ছে বাংলাদেশের মুসলিমরা । এবারে ভারতের জাতীয় সংগীতের অবমাননা করলো তারা । মহম্মদ ইতকান(Mohammed Itkan) নামে একজন বাংলাদেশী মুসলিমের পোস্ট করা ভারতের জাতীয় সংগীতের বিকৃতভাবে করা আবৃতিটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তন্ময় ডিএস নামে এক ভারতীয় । মহম্মদ ইতকানের মন্তব্যের স্ক্রীন শর্টও তিনি পোস্ট করেছেন । ইংরাজিতে লেখা মন্তব্যে ওই বাংলাদেশি মুসলিম লিখেছে,’ভারতের জাতীয় সঙ্গীতের আরেকটি দুর্দান্ত সংস্করণ। কেউ তাদের মিডিয়াকে জানিয়ে দিক যে তাদের জাতীয় সঙ্গীত এভাবে জয় বাংলা বানানো হচ্ছে। আপনি এটি না দেখলে, আপনি এটি পছন্দ করবেন না ।’
তন্ময়বাবু প্রতিক্রিয়ায় লিখেছেন,’ভারতের পতাকাকে অসম্মান করার পর বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এখন ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। তারা সব সীমা অতিক্রম করেছে। আমি আশা করি ভারত সরকার এবার কার্যকর পদক্ষেপ নেবে ।’ পাশাপাশি তিনি এনআইএ ইন্ডিয়া,সেভ বাংলাদেশি হিন্দাস,বয়কট বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ।
প্রসঙ্গত, বাংলাদেশের শাসন ক্ষমতা ইসলামী জঙ্গি সংগঠন জামাত ইসলামের, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি এবং কাতারের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হিযবুত তাহরীরের হাতে আসার পর থেকেই সেদেশে ভারত ও হিন্দু বিরোধিতার ঢল নেমেছে । বাংলাদেশের মুসলিমদের এই প্রকার কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ ভারতের হিন্দুরা । তবে ভারতীয় মুসলিমদের সেভাবে বাংলাদেশের বিরুদ্ধে সড়ক হতে দেখা যাচ্ছে না । কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যের হিন্দুরা বাংলাদেশকে পুরোপুরি বয়কটের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দিয়েছে । পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বাংলাদেশকে খাদ্য সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কথা বলে আসছেন । তিনি হুশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করে চুলের মুঠি ধরে লাথ মেরে দেশ থেকে তাড়িয়ে দেও য়া হবে । পাশাপাশি চিকিৎসা পরিষেবা বন্ধের দাবি তুলেছেন তিনি । কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার একটা তথাকথিত ধর্মনিরপেক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ আবার ঘোষণা করছে যে তারা ১০% অতিরক্ত ছাড়ে বাংলাদেশীদের চিকিৎসা করবে । বাংলাদেশি হিন্দু নির্যাতনের মাঝেও তারা ‘চিকিৎসকের ধর্ম’কে সামনে রেখে ‘মানবিক দৃষ্টিকোন’ থেকে এই প্রকার প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন । কিন্তু সরকারের উপর ভরসা না করে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি ইতিমধ্যেই বাংলাদেশ এবং রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পাশাপাশি দাবি উঠছে যে অবিলম্বে গোটা দেশজুড়ে এনআরসি লাগু করে বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলিমদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস,কংগ্রেস এবং বামপন্থী মত রাজনৈতিক দলগুলি এনআরসি লাগু করার ঘোর বিরোধী । এমতাবস্থায় এনআরসি লাগুর বিষয়ে ফের তারা প্রবল বিরোধিতা করবে বলে মনে করা হচ্ছে ।।