এইদিন ওয়েবডেস্ক,ইটাহার(উত্তর দিনাজপুর),০৬ মে : বছর পনেরোরে এক কিশোরীকে অপহরণের পর ভিন রাজ্যে পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আজাহার শেখ (১৯) । ইটাহার থানার বাঙ্গার চেকপোস্ট এলাকার বাসিন্দা আজাহারের বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ । তবে বাঙ্গার চেকপোস্টের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা অপহৃতা কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে ।
জানা গেছে,কয়েকদিন আগে হঠাৎ উধাও হয়ে যায় ওই কিশোরী । পরে কিশোরীর পরিবার আজাহার শেখসহ তার পরিবারের বিরুদ্ধে অপহরণের মামলা রজু করে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে আজাহারের বাবাকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে আজাহার শেখ দিল্লিতে রয়েছে । ইটাহার থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাকে পাকড়াও করে । শুক্রবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে । পুলিশ জানিয়েছে,ধৃতকে জেরা করে অপহৃতা কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে ।।