এইদিন ওয়েবডেস্ক,ঝিনাইদহ,০৮ মার্চ : অপহরণের পর নগ্ন ছবি তুলে ব্লাকমেল করে মোটা টাকা হাতানোর ফাঁদ পেতে বসেছিল একটি চক্র । শেষ পর্যন্ত ধরা পড়ে গেল এক মহিলাসহ চক্রের ৩ পান্ডা । পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক অপহৃত ব্যক্তিকে । ঘটনাটি বাংলাদেশের ঝিনাইদহ জেলার আশুলিয়া উপজেলার ধলপুর এলাকার । ধৃতদের নাম মোছা. মায়া খাতুন (৩৭), শিমুল বিশ্বাস (৪৩) ও মোহম্মদ মোক্তার শেখ (৫০)। ধৃতরা আশুলিয়ার বাসিন্দা ।মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) জেলার আশুলিয়া উপজেলার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) । এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে র্যাব ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,উদ্ধার হওয়া ব্যক্তি গত ৬ মার্চ আশুলিয়া থেকে জিরাবোতে মাসতুতো ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় । তার কিছু পরেই ওই ব্যক্তির মোবাইল ফোনের সুইচ অফ হয়ে যায় । পরে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে ফোন করে জানায়,ওই ব্যক্তি তাদের হেফাজতে আছে। পাশাপাশি অপহৃতের বাড়ির হোয়াটসঅ্যাপে তার নগ্ন ছবি পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং এক লাখ টাকা দাবি করে । এমনকি টাকা না পেলে অপহৃতকে হত্যার হুমকিও দেওয়া হয় । এদিকে এই ধরনের মেসেজ পেয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয় অপহৃত ব্যক্তির পরিবার । অভিযোগ পেতেই অপহৃতের সন্ধান চালাতে শুরু করে র্যাব । শেষে মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে অপহরণে যুক্ত ৩ জনকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারী দল জানতে পেরেছে, চক্রটি দীর্ঘদিন ধরে সাভার- আশুলিয়া অঞ্চলে অপহরণ ও ব্লাকমেলের ফাঁদ পেতে বসেছিল । প্রথমে তারা শিকারের সন্ধান করত । তারপর তাকে মহিলার সাথে শারিরীক সম্পর্কের কথা বলে নিজেদের ডেরায় নিয়ে যেত । ডেরায় পৌঁছে মহিলার সঙ্গে আপত্তিকর মুহুর্তের ভিডিও করে শুরু হত ব্লাকমেলিং ।।