এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ নভেম্বর : তেলেগু সিনেমার প্রবীণ কোরিওগ্রাফার শিব শঙ্করের মৃত্যুর পর পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ । সম্প্রতি কোভিড আক্রান্ত হন শিব শঙ্কর । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন । রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর ৷ প্রসঙ্গত,চিকিৎসা চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিব শঙ্কর সম্পর্কে জানতে পারা যায়,অর্থাভাবের কারনে চরম সমস্যার মধ্যে পড়েছেন তাঁর পরিবারের লোকজন । এমনকি এই কারনে তাঁর ঠিকমত চিকিৎসাও সম্ভব হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয় । তারপরেই শিব শঙ্করের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ । সাহায্য করতে এগিয়ে আসেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রের দুই সুপারস্টার চিরঞ্জীবী ও ধনুষও ।
উল্লেখ্য, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একজন সুপরিচিত কোরিওগ্রাফার ছিলেন শিব শঙ্কর । ২০০৮ সালে এস এস রাজামৌলি নির্দেশিত ‘মগধীরা’ ছবির ‘ধীরা ধীরা’ গানের কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয় । ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাম চরণ ও কাজল আগরওয়াল । কোরিওগ্রাফি ছাড়াও শিব শঙ্কর বেশ কিছু তামিল ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন ।
বলিউড অভিনেতা সোনু সুদ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘শিব শঙ্কর মাস্টারজির মৃত্যুর খবর শুনে মন ভেঙে গেল । তাকে বাঁচানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু ঈশ্বরের ভিন্ন পরিকল্পনা ছিল । আপনাকে সবসময় মিস করব মাস্টারজি । ভগবান ওনার পরিবারকে এই শোক সহ্য করবার শক্তি দেন । সিনেমা আপনাকে সবসময় মিস করবে স্যার ।’।