এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : বিভিন্ন টিভি চ্যানেলের জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপি অভাবনীয় ফলাফল করতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে । খোদ ভোট কুশলী প্রশান্ত কিশোর বারবার বলছেন যে লোকসভা নির্বাচন ২০২৪ এ গেরুয়া শিবিরের ফলাফল তৃণমূল কংগ্রেসের জন্য “হতাশাজনক” হবে । তার ইঙ্গিতও ইতিমধ্যে মিলতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায় । মুখ্যমন্ত্রী পরপর দু’দিন উত্তরবঙ্গের মাল ও দিনহাটায় জনসভা করেন । কিন্তু ওই দুই সভায় ভিড় দেখে তৃণমূলেত থিঙ্ক ট্যাংকের কপালে ভাঁজ পড়ে গেছে । লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত পেতেই তৃণমূল রাজ্যের ভোটারদের হুমকি দিতে শুরু করেছে বলে অভিযোগ ।
উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওটি দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে নির্বাচনী জনসভায় হামিদুর রহমানের ভাষণের একটা ক্লিপ । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘কেন্দ্রীয় বাহিনী ২৪ তারিখ পর্যন্ত থাকবে । তারপর আমাদের বাহিনীর সঙ্গে থাকতে হবে আপনাদের । মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না । পাগলামি করবেন না । ২৬ তারিখে কেন্দ্র বাহিনী চলে যাওয়ার পর আমাদের বাহিনী থাকবে, তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হল ।’
ভিডিও শেয়ারের পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন,’তৃণমূল বিধায়ক হামিদুল রেহমান তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার জন্য সুপরিচিত। এখানে তাকে ভোটার ও বিরোধী দলের কর্মীদের হুমকি দিতে দেখা যায়। তার হুকুম পরিষ্কার, নির্বাচন শেষ হলে কেন্দ্রীয় বাহিনী সরে যাবে এবং একমাত্র তাদের (টিএমসি) বাহিনীই থাকবে এবং ভোটার ও বিরোধী দলের কর্মীদের তাদের মোকাবেলা করতে হবে।’ তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন,’আমি নির্বাচন কমিশনকে চোপড়া টিএমসি বিধায়ক হামিদুল রেহমান দ্বারা জারি করা নির্লজ্জ হুমকিকে বিবেচনা করার জন্য অনুরোধ করতে চাই, যারা স্পষ্টতই ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে।’।