এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ নভেম্বর : সাধারণ মানুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার থেকে পেট্রোল-ডিজেলের উৎপাদন শুল্ক বেশ কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার । কেন্দ্র সরকারের পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাট, ত্রিপুরাসহ একাধিক রাজ্য তেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে । এর আগে অনেক রাজ্যে ডিজেলের দাম পর্যন্ত ১০০ টাকার উপরে পৌঁছেছিল । ফলে সাধারন মানুষের প্রাত্যহিক জীবনের উপর এর প্রভাব পড়ছিল । সেই কারনে কেন্দ্র সরকার এক ধাক্কায় পেট্রোলের উপর লিটার পিছু ১০ টাকা ও ডিজেলের ৫ টাকা করে শুল্ক কমিয়ে দিয়েছে । পেট্রোল ডিজেলের দাম কমিয়ে মোদী সরকার দেশবাসীকে দীপাবলিতে বড়সড় উপহার দিল বলে মনে করা হচ্ছে । তবে জ্বালানি তেলের উৎপাদন শুল্ক কম করায় সরকারকে বছরে ১ লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হতে চলেছে বলে খবর ।
এদিকে কেন্দ্র সরকারের দেখাদেখি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমানোর ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার । এনিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে । গুজরাট,ত্রিপুরা,আসাম, কর্নাটক ও মনিপুর সরকার পেট্রোল ও ডিজেলের উপর ৭ টাকা করে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে । গোয়ার মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সাওয়ান্তও জানিয়েছেন,পেট্রোল ও ডিজেলের উপর ৭ টাকা করে ভ্যাট কমানো হবে । এদিকে বিহারের নীতিশ কুমার সরকার পেট্রোলের লিটার পিছু দাম ১.৩০ টাকা ও ডিজেলের লিটার পিছু দাম ১.৯০ টাকা করে কমিয়ে দিয়েছে ।
এদিকে নতুন উৎপাদন শুল্ক লাগু হওয়ার পর এদিন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৩.৯৭ টাকা ও ডিজেলের দাম ছিল ৮৬.৬৭ টাকা । কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ১০৪.৬৭ টাকা ও ৮৯.৭৯ টাকা । মুম্বাইয়ে পেট্রোল-ডিজেলের দাম ছিল ১০৯.৯৮ টাকা ও ৯৪.১৪ টাকা । চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ছিল ১০১.৪০ টাকা ও ডিজেলের লিটার পিছু ৯১.৪৩ টাকা ।।