এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১১ সেপ্টেম্বর : শাসকদলের একাংশের সাহায্য নিয়ে মালদহ জেলার রতুয়া-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি । কিন্তু এবার চাঁচোল-২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতে ধাক্কা খেল গেরুয়া শিবির । দলীয় সদস্যদের ডাকা অনাস্থায় অপসারিত হলেন বিজেপি প্রধান । তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আশা, উন্নয়ন যজ্ঞে সামিল হতে এবার সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন । অন্যদিকে বিজেপির অভিযোগ,ভয় ও প্রলোভন দেখিয়ে প্রধানকে অপসারিত করা হয়েছে ।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে নয়টি আসন দখল করে বিজেপি । তৃণমূল কংগ্রেস ৩ টি আসন, কংগ্রেস দু’টি ও বামেরা একটি আসনে জয়লাভ করে । বিজেপির প্রধান পদে নির্বাচিত হন পুষ্পা ওরাও। সম্প্রতি তৃণমূলকে সঙ্গে নিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন ৪ বিজেপি সদস্য । আর সেই অনাস্থাই অপসারিত হন বিজেপির প্রধান ও উপপ্রধান । অপসারিত প্রধান পুষ্পা রানী ওরাও জানিয়েছেন,অনাস্থা নিয়ে আসা চার বিজেপির সদস্যের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেবেন ।
এদিকে খুব শীঘ্র ‘বিদ্রোহী’ বিজেপি সদস্যরা তৃণমূলে যোগদান করবেন বলে আশায় রয়েছেন চাঁচোল ২ ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেন । তিনি বলেন, ‘বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই অনাস্থায় অপসারিত হয়েছেন প্রধান । এবার ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন ।’
যদিও বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি সুমিত সরকারের দাবি, ‘ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে ।’ তাঁরা এনিয়ে হাইকোর্টে মামলাও করেছেন বলে তিনি জানান ।।