এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ ডিসেম্বর : তাওয়াংয়ে ভারতীয় সেনার হাতে বেদম মার খাওয়ার পর অধিকৃত তিব্বতে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে চীন । উপগ্রহ চিত্র থেকে জানা গেছে,চীন অধিকৃত তিব্বতে হঠাৎ করেই পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যুদ্ধবিমান ও ড্রোনের আনাগোনা বেড়ে গেছে । ম্যাক্সারের তোলা উপগ্রহচিত্রে দেখা গেছে, অধিকৃত তিব্বতের চাংডু বাংডা বিমানঘাঁটিতে রুশ সহযোগিতায় তৈরি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান, এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান, ড্রোন ‘ডব্লিউজেড-৭’ এর পরিমাণ আগের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে চীন । এছাড়া সেখানে অত্যাধুনিক চীনা গোয়েন্দা বিমানও দেখা গেছে । শাংজি কেজে-৫০০ সিরিজের ওই বিমানগুলো মূলত ভারতের সেনা ও বিমানবাহিনী সম্পর্কীয় তথ্য সংগ্রহ করতে তিব্বতে আনা হয়েছে । স্যাটেলাইট চিত্রে দেখা গেছে,চাংডু বাংডা বিমানঘাঁটিতে বেশ কিছু অস্থায়ী হ্যাঙ্গার তৈরি করেছে চীন । অন্যদিকে পিছিয়ে নেই ভারতও । চীনের আগ্রাসী মনোভাবের জবাব দিতে উত্তরবঙ্গের হাসিমারা ও আসামের তেজপুর বিমানঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে । এছাড়া অরুনাচল প্রদেশে যুদ্ধবিমানে টহলদারি চালাচ্ছে ভারতের বিমানবাহিনী ।।