শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মে : পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রে বিধায়ক মানগোবিন্দ অধিকারী শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করেছেন । আর শপথ গ্রহণের পরেই ভাতারের স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামোর উন্নয়নে জোর দিলেন তিনি । শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের এর আধিকারিকদের সঙ্গে তিনি একটি জরুরী বৈঠক করেন ।
বৈঠক শেষে মানগোবিন্দ বাবু জানান, এলাকার করোনা আক্রান্ত রোগীদের কিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় মূলত সেই বিষয়ে এদিন আলোচনা হয়েছে । স্থানীয় এলাকার করোনা আক্রান্ত রোগীরা যাতে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পান তার জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি করোনা ওয়ার্ড তৈরি করার প্রস্তাব রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে । হাসপাতালে কোয়ারিন্টাইন সেন্টার করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে । এছাড়া দেখা গেছে হাসপাতালে চিকিৎসা করানো পর করোনা আক্রান্ত রোগীরা বাসে অথবা টোটোয় চড়ে বাড়ি ফিরছেন । ফলে তাঁর জন্য আরও অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন । তাই ওই সমস্ত রোগীদের জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে ।
এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, ভাতার ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে রোগীদের সহায়তার জন্য অ্যাম্বুলেন্স রাখা আছে । সাধারনত সেগুলি কাজে আসে না । ওই সমস্ত অ্যাম্বুলেন্সগুলি ভাতার হাসপাতালে রাখা যায় কিনা সে নিয়ে এদিন আলোচনা হয়েছে । পাশাপাশি মানুষ যাতে ঠিকমত করোনা বিধি মেনে চলেন সেই দিকে বিশেষ নজর রাখার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ভাতারের বিধায়ক ।।