এইদিন ওয়েবডেস্ক,কিশোরগঞ্জ,২৮ জানুয়ারী : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একাংশের মধ্যেও যে চাপা অসন্তোষ আছে তা প্রমাণ পাওয়া গিয়েছিল গত ২১ জানুয়ারীর একটি সভায় । ওই দিন বাংলাদেশের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চেয়ারম্যান মোহম্মদ ইয়াছির মিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করছিলেন ৷ তখন তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, ‘মাদ্রাসা এখন শিক্ষার বদলে ধর্মীয় লেবাসে একটি ব্যবসায় পরিণত হয়েছে। মাদ্রাসা থেকে হাফেজি, তফসির পড়ার পর কী করবে তারা, তাদের ভবিষ্যৎ কী? কিছুই করতে না পেরে এক সময় হতাশা থেকে জঙ্গি হবে ।’
এদিকে ইয়াছির মিয়ার ওই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । তার তা শুনে তেলেবেগুনে জ্বলে উঠে স্থানীয় মৌলবী,মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকরা । ওই বক্তব্যের প্রতিবাদে গত ২৫ জানুয়ারি দুপুরে স্থানীয় একটি মাদ্রাসায় কুলিয়ারচরের আলেম ওলামারা প্রতিবাদ সভা করেছিল । আজ শনিবার সমাবেশের ডাক দিয়েছিল তারা । কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর ওই সভা হয় । সেখানে জরুরি তলব করা হয়েছিল ইয়াছির মিয়াকে । শেষে প্রবল চাপে পড়ে তিনি তার বক্তব্য ফিরিয়ে নেন এবং মৌলবী,মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন ৷ চেয়ারম্যান ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মোহম্মদ লিটন মিয়া ও কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা প্রমুখ ।
সকলের সামনে মৌলবীদের কাছে ক্ষমা চেয়ে ইয়াছির মিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মনের অজান্তে আমার এ বক্তব্যে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি প্রথমেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারাও সবাই আমাকে ক্ষমা করে দেবেন ।’।
তথ্যসূত্র ও ছবি : Somoy tv (Bangladesh)