প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ ডিসেম্বর : ’ছয় মাস বাদে কালিঘাটের বড় চোরেরা কেউ ছাড়া পাবে না। ছয় মাস বাদে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেখাবো । তৃণমূল কংগ্রেসকেও বুঝিয়ে দেব কত ধানে কত চাল ।’ শনিবার পূর্ব বর্ধমানের কালানায় দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে শাসক দলের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।রাজ্য বিজেপি সভাপতির এমন হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, অস্তিত্ব জানান দেওয়ার জন্য হুমকি আর হুঁশিয়ারি দেওয়া টুকু ছাড়া বঙ্গ বিজেপি নেতাদের সম্বল বলতে আর কিছুই নেই ।
দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসে এদিন কালনার ১০৮ শিবমন্দির ঘুরে দেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু দাবী করেন, ২ মের পর থেকে শাসক দল রাজ্যের বিরোধীদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে । বিরোধীদের উপর এমন অত্যাচার ভারতের আর কোন রাজ্যে হয় না ।উত্তর কোরিয়ার কিম জিউনের দেশেই একমাত্র এমন অত্যার হয় বলেই সেখানে কোন বিরোধী পার্টি নেই । এই রাজ্যের শাসক দলের অত্যাচার উত্তর কোরিয়ার কিম জিউনের অত্যাচারের সমক্ষ বলে সুকান্তবাবু দাবি করেন ।
এসএসসি দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে সুকান্ত বাবু বলেন ,বিগত ১০ বছরে দু’বার এএসসি পরীক্ষা হয়েছে । শুধু এসএসসি পরীক্ষাই নয় , এই রাজ্যে সব চাকরির পরীক্ষাতেই চরম দুর্নীতি হয়েছে।রাজ্য সরকারের মাধ্যমে এই দুর্নীতির তদন্ত হলে কেউ ধরা পড়বে না ।সুকান্ত বাবু বলেন ,একমাত্র নিরপেক্ষ তদন্ত হলেই দুর্নীতির আশল তথ্য সামনে আসবে । তবেই গ্রেপ্তার হবে এই দুর্নীতে যুক্ত সব মন্ত্রীরা ।আর সেটা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের দাবির বিষয়টি ধামাচাপা দিতে চাইছে । তবে রাজ্য সরকার বেশীদিন সত্য চাপা দিয়ে রাখতে পারবে না বলে রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট জানিয়েদেন । রাজ্য সরকারের
স্বাস্থ্যসাথী প্রকল্পের সমালোচনা করে সুকান্ত বাবু বলেন,রাজ্য সরকারের ভান্ডারে টাকা নেই । স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য টাকা কোথা থেকে আসবে তারও কোন ব্যবস্থা নেই । সেই কারণে এই প্রকল্প ব্যর্থ হবেই । আর বাধ্য হয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের আয়ুস্মান যোজনা-ই চালু করতে হবে ।
বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় কে সিবিআইয়ের গ্রেফতার করা প্রসঙ্গে সুকান্তবাবু বলেন,দুর্নীতি করলে,চুরি করলে চোরকে সাজা পেতেই হবে ।এই প্রসঙ্গে সুকান্ত বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর ছয় মাস যেতে দিন । দেখবেন বড় চোরেরা যাঁরা কালিঘাটে বসে আছে তাঁরাও কেউ ছাড়া পাবে না ।’ একই সঙ্গে সুকান্তবাবু বলেন, ‘ছয় মাস অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই । আর তখনই তৃণমূল কংগ্রেসকে বোঝাবো কত ধানে কত চাল ।’
রাজ্য বিজেপি সভাপতির এহেন বক্তব্য প্রসঙ্গে
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন , ‘বিজেপি শাসিত রাজ্যে কি গণতন্ত্র আছে তা গোটা দেশের মানুষ জানে । আসলে বিধানসভা ভোটে এই রাজ্যের বাসিন্দারা বিজেপিকে প্রত্যাখান করার পর এখন হুমকি আর হুঁশিয়ারি টুকু সম্বল রয়েছে বিজেপি নেতাদের । তাই শুধু প্রতিহিংসার রাজনীতির কথাই বলে চলেছে । এর জবাবও আগামী লোকসভা ভোটে রাজ্যবাসী ওদের দিয়ে দেবে ।’।