এইদিন ওয়েবডেস্ক,হুগলী,০৬ ডিসেম্বর : হুগলি জেলার সিঙ্গুরের নান্দায়ের ঘটনার পুনরাবৃত্তি হল চন্ডীতলা থানার নৈটি পঞ্চানন তলা এলাকার । সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হতে হল একই পরিবারের ৩ সদস্যকে । পুলিশ জানায় মৃতদের নাম সঞ্জয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী মিতালী (৩৬) এবং তাঁদের মেয়ে শিল্পিতা ঘোষ (১৭) । সোমবার সকালে তাঁদের লোহার শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে সঞ্জয়বাবুর খুড়তুতো ভাই শ্রীকান্ত ঘোষ (৩২) ও তপন ঘোষের বিরুদ্ধে । পুলিশ অভিযুক্ত তপন ঘোষকে আটক করেছে । উদ্ধার হয়েছে একটি রক্তমাখা শাবলও । তবে ঘটনার মূল অভিযুক্ত শ্রীকান্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে একটি লোহার শাবল নিয়ে খুড়তুতো দাদা সঞ্জয় ঘোষের বাড়িতে চড়াও হয় শ্রীকান্ত । প্রথমে সে শাবল দিয়ে সঞ্জয়বাবুকে পিটিয়ে খুন করে । মিতালীদেবী বারান্দায় শব্জি কাটছিলেন । তিনি স্বামীকে বাঁচাতে এলে তাঁকেও শাবল দিয়ে পিটিয়ে মেরে শ্রীকান্ত । এই দেখে ভয়ে পালানোর চেষ্টা করেছিল শিল্পিতা । কিন্তু সম্পর্কীয় কাকার হাত থেকে প্রাণ বাঁচাতে পারেনি ওই ছোট্ট মেয়েটি । শ্রীকান্ত প্রথমে তাকে শাবল দিয়ে পেটায় । তারপর চপার কুপিয়ে খুন করে পালিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,মুম্বইয়ে কাজ করত শ্রীকান্ত ঘোষ । সাত-আট মাস আগে সে বাড়ি ফিরে আসে । তাকে দেখে অবসাদগ্রস্ত বলে মনে হত । কিন্তু সঞ্জয় ঘোষেদের সঙ্গে শ্রীকান্তদের সম্পত্তি নিয়ে বিবাদ কখনও প্রকাশ্যে আসেনি বলে জানিয়েছে প্রতিবেশীরা । এদিকে গত ২ অক্টোবর সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সিঙ্গুরের নান্দায়ে একই পরিবারের চারজনকে খুন করে তাদেরই এক আত্মীয় । ঘটনার পর থেকে সে পলাতক খুনি । তার জের না মিটতে মিটতেই এদিন চন্ডীতলা থানার নৈটি পঞ্চানন তলা এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।