এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ জানুয়ারী : শুক্রবার মালদার চাঁচলের কলমবাগান মাঠে শুভেন্দু অধিকারীর বিশাল জনসভার পরেই মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর-১ নম্বর অঞ্চলের সুলতানটোলা এলাকার তৃণমূল নেতা বাবলু সেখের নেতৃত্বে বেশকিছু পরিবার বিজেপিতে যোগদান করেছে । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান বিজেপির রাজ্যনেতা বিশ্বপ্রিয় রায় চৌধুরী । উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সম্পাদিকা মৌসুমী মিত্র, বিজেপি নেতা পার্থ সারথী ঘোষ, বিজেপির মোথাবাড়ি বিধানসভার কনভেনার নন্দন কুমার ঘোষ, মন্ডল সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা ।
সুলতানটোলা এলাকায় শুক্রবার বিজেপির পরিবর্তন সভায় এই যোগদান কর্মসূচি হয় । নবাগত বাবলু সেখ অঙ্গীকার করেন,দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করতে সর্বশক্তি দিয়ে তিনি নির্বাচনী প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন৷ সভায় বিজেপির অনান্য নেতারা তৃণমূলের লাগামছাড়া দুর্নীতি, পুলিশকে দলীয়কাজে ব্যবহার ও রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারকে তুলোধুনো করেন।।
