দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ মে : মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পড়ুয়ারা । উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন কাটোয়া মহকুমার দুই মেধাবী ছাত্রী । মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা অনন্যা সামন্ত ৪৯২ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে যুগ্মভাবে পঞ্চম পঞ্চম স্থান দখল করেছেন । বাজার বনকাপাসী এস এম উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অনন্যা । ভবিষ্যতে সরকারি আমলা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি । কাটোয়ার দাঁইহাটের সংযুক্তা বিশ্বাস ৪৮৯ নম্বর পেয়ে মেধাতালিকায় অষ্টম স্থান দখল করেছেন ।
কাটোয়ার দাঁইহাটের বাসিন্দা সুজিতকুমার বিশ্বাস ও শ্যামলী বিশ্বাসের দুই মেয়ের মধ্যে ছোট সংযুক্তা । তাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে । সংযুক্তা কাটোয়ার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । ছোট থেকেই মেধাবী হিসাবে এলাকায় তার সুখ্যাতি আছে । সংযুক্তা জানান, তার ৪ জন প্রাইভেট টিউটর ছিল । প্রতিদিনে গড়ে ৬ – ৭ ঘন্টা করে তিনি পড়াশোনা করতেন । তিনি বলেন,’আমার ইতিহাস বিষয় খুব পছন্দ । ওই বিষয় নিয়ে পড়াশোনা করে অধ্যাপনা করার ইচ্ছা আছে আমার ।’
এদিকে মাত্র ৪ জন টিউটর ও দিনে মাত্র ঘন্টা সাতেক পড়াশোনা করে সংযুক্তা বিশ্বাসের এমন তাক লাগানো রেজাল্টে বিস্মিত এলাকার বাসিন্দারা । এদিন সকালে ফলাফল সামনে আসার পরেই প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে ছুটে যান সংযুক্তাদের বাড়িতে ।।