দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : হকারের কাছ থেকে খবর পেয়ে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জিআরপি । স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিনের মত সোমবার সকাল ৫-৪০ এর হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে মালপত্র বিক্রির জন্য অপেক্ষা করছিলেন মহাদেব দাস নামে ওই হকার । অনেক যাত্রী তখন ট্রেনটি ধরার জন্য রেলস্টেশনে অপেক্ষা করছিলেন । ট্রেনটি ঢুকতেই সকল যাত্রী হুড়মুড়িয়ে ট্রেনে চেপে পড়েন । সময় হতেই ট্রেনটি ছেড়ে দেয় । সেই সময় মহাদেববাবুর নজরে পরে প্লাটফর্মে পড়ে রয়েছে একটি ছোট চামড়ার ব্যাগ । ব্যাগের চেন খোলা । তাতে বেশ কিছু টাকা তাঁর নজরে পড়ে । ব্যাগের আশেপাশেও ৫০,১০০ ও ২০০ টাকার কয়েকটি নোট পড়ে থাকতে দেখেন মহাদেববাবু । তিনি সেগুলি গুছিয়ে ওই ব্যাগে ভরে কাটোয়া জিআরপিকে খবর দেন ।
এরপর জিআরপি এসে মহাদেববাবুর সামনেই নোটগুলিকে গুনে টাকাসহ ব্যাগটি নিয়ে যায় । রেল পুলিশ ও মহাদেববাবুর অনুমান ট্রেনে ওঠার সময় কোনও রেলযাত্রীর কাছ থেকে ব্যাগটি প্লাটফর্মে পড়ে গিয়েছিল । কাটোয়া জিআরপি ওসি রিয়াজ সামিম শেখ বলেন, ‘এদিন কাটোয়া ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৫০,১০০ ও ২০০ টাকার কয়েকটি মিলে মোট ১০৫০০ টাকা উদ্ধার হয়েছে। টাকাসহ ব্যাগটি সিজ করা হয়েছে । তবে এদিন দুপুর পর্যন্ত কেউ দাবি করেনি ।’ তিনি মহাদেব দাস নামে ওই হকারের সততার প্রশংসা করেছেন ।।