এইদিন ওয়েবডেস্ক,রাজৌরি,০২ জানুয়ারী : রাজৌরিতে তিন হিন্দু বাড়িতে টার্গেট কিলিং-এর ঘটনায় ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার ১২ ঘন্টা কাটতে না কাটতেই ফের সন্ত্রাসবাদীদের নিশানায় উপত্যকার হিন্দুরা । এবার আপার ডাংরি গ্রামে সন্ত্রাসবাদীদের টার্গেট কিলিং-এর শিকার হল দুই হিন্দু নাবালক ভাইবোন । আহত হয়েছে আরও ৬ জন । নিহত দুই শিশুর নাম সানভি শর্মা (৭) বিহান কুমার শর্মা (৪) । আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রবিবার সন্ধ্যায় রাজৌরিতে সন্ত্রাসবাদীরা তিন হিন্দুর বাড়িতে হামলা চালিয়ে ৪ জনকে গুলি করে মারে । বেশ কয়েকজন আহত হয় । এরপর সোমবার সকালে আপার ডাংরি গ্রামের প্রীতম লালের বাড়ির কাছে বিস্ফোরণের ঘটায় সন্ত্রাসবাদীরা । আইইডি বিস্ফোরণটি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে ঘটানো হয়েছিল বলে অনুমান করা হচ্ছে ।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে এই ঘটনার পিছনে থাকা সন্ত্রাসবাদীরা শাস্তির পাবেই । পাশাপাশি তিনি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । এদিকে একের পর এক সন্ত্রাসবাদী হামলায় জম্মুতে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে । অনেক সংগঠন সোমবার এলাকায় বনধের ডাক দিয়েছিল । যার ফলে গোটা এলাকা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় । এদিন সন্ত্রাসী হামলার পরপরই পুলিশ, সিআরপিএফ এবং সেনা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছে ।।