দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ সেপ্টেম্বর : ফলঘোষণার পর প্রায় দুমাস পেড়িয়ে গেলেও এখনও কলেজে ভর্তি হতে পারেনি উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা । তার জেরে বুধবার তৃণমূল ছাত্রপরিষদের নেতৃত্বে পূূর্ব বর্ধমান জেলার কাটোয়া কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখালেন শতাধিক ছাত্রছাত্রী । যারা এখনও ভর্তি হতে পারেননি তাদের ভর্তির দাবিতে ছাত্র সংগঠনের তরফ থেকে অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ।
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ায় পর কাটোয়া মহকুমা এলাকার পড়ুয়ারা মূলত কাটোয়া,কাঁদরা,গুসকরা ও চন্দ্রপুর কলেজে ভর্তি হন । এবারে সমস্ত পরীক্ষার্থীই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । ফলে চাপ বেড়ে যাওয়ায় পড়ুয়াদের ভর্তি করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে । তার উপরে অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় ত্রুটির কারনে এযাবৎ এলাকার অনেক পড়ুয়াই ভর্তি হতে পারেনি । কাটোয়া কলেজে সমস্ত বিভাগ মিলিয়ে মোট আসন ৩২৬৫ টি । কিন্তু এখনও পর্যন্ত ১৫৬৫ জন ভর্তি হয়েছে বলে খবর ।
এদিন প্রায় চার শতাধিক পড়ুয়া অবিলম্বে ভর্তির দাবিতে কাটোয়া কলেজে এসে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান । তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা কমিটির পর্যবেক্ষক শেখ সোলেমান বলেন, ‘অনেকে মোবাইলে মেসেজ পাননি । এই কারনে এরকম প্রায় ১৫০ জন পড়ুয়া এখনও ভর্তি হতে পারেননি । এছাড়া ৫০ জন পড়ুয়া এখনও ফর্ম ফিলাপই করতে পারেননি । তাই আমাদের দাবি বিষয়টা মানবিকভাবে দেখে সকলকে ভর্তির সুযোগ করে দেওয়া হোক ।’
এই বিষয়ে কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, ‘পড়ুয়াদের সমস্যার কথা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো । তবে আমি সরকারি নিয়মকানুন মেনে আমি কাজ করতে বাধ্য ।’।