প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,,০৬ নভেম্বর : চাষের জমি বন্ধক রেখে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন বাবা । ছেলে সাফল্যের সঙ্গে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাবার মুখ উজ্জ্বল করেছিল ঠিকই । কিন্তু একটা চাকরি আর ছেলের কপালে জোটে নি । তার কারণে মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে বাড়িতেই গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়ে আত্মঘাতী হল এক মেধাবী যুবক । মৃতের নাম অয়ন পাল (২৩) ।তাঁর বাড়ি হুগলী জেলার বলাগড় থানার খেতপুর গ্রামে।শনিবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয় ।পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃত যুবকের দাদা শ্রীমন্ত পাল জানিয়েছেন,তাঁর ভাঁই অয়ন মেধাবী ছাত্র ছিল। ভাই ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে তাঁর বাবা নিজের জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ান । হুগলীর মগরার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অয়ন সাফল্যের সঙ্গে ’বি টেক’ পাস করে। শ্রীমন্ত জানান ,ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা চাকরি জোগাড়ের জন্য তাঁর ভাই অয়ন নানা ভাবে চেষ্টা চালিয়ে যায় ।তারই মধ্যে অতিমারীর কারণে ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংও বন্ধ হয়ে যায়।এই সবের কারণে চাকরি আর না মেলায় অয়ন মানসিক অবসাদে দিন কাটাচ্ছিল ।শুক্রবার দুপুরে বাড়ির একটি ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে অয়ন । তা দেখতে পেয়ে পরিবারের লোকজন অয়নকে উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন । যুবকের এমন অকাল মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে ।।