এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,২১ এপ্রিল : মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও ধুলিয়ানের পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসুদেবপুর গ্রামে এক হিন্দু দম্পতিকে ঘরছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে । ভুট্টাখেতে লুকিয়ে এক দম্পতির করা ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি । যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন ৷ ভিডিওতে আতঙ্কিত ও ক্রন্দনরত মহিলাকে বলতে শোনা গেছে,আজকে শাহজাহান, সিদ্দিক মাস্টার,রসিদ,সাদ্দামরা আজকে আমাদের বাড়িঘর ভেঙে কিছু রাখেনি৷ আমরা বাচ্চাকাচ্চা নিয়ে মকাইয়ের জমিতে লুকিয়ে আছি । আমাদের কিছু রাখেনি সব কেড়ে নিয়েছে । আমাদের ঘর দুয়ার সব লুটপাট করে নিয়েছে । সোনা ছিল, টাকা ছিল সব লুটপাট করে নিয়েছে । ওরা মাঝেসাজে এসে বলত যে তোদের থাকতে দেবো না। তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশেই পাঠিয়ে দেবো । বলে যে মুর্শিদাবাদ করে দেবো৷ বলছে হিন্দুদের টিকতে দেবো না। মাদ্রাসার কয়েকটা ছেলেও বলে যে হিন্দুদের টিকতে দেবো না। মাদ্রাসা আছে, মসজিদ আছে , সেখানে সব আলোচনা করে ।’
মহিলা এরপর বলেন, আপনারা আমাদের একটু সাহায্য করুন । এটা আপনাদের কাছে অনুরোধ । আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে এভাবে এখানে এসে লুকিয়ে আছি ।’ এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমাদের কিচ্ছু রাখেনি সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে । ওরা ব্যাটারি চুরি করার অভিযোগ তুলে আমাদের বাড়িতে আসে । আমাদের হুমকি দেয় । আজকে আমার ৬ বছরের বাচ্চার সহ সবাইকে মারধর করেছে । কাউকে রেহাই দেয়নি । প্রায় ১০০ জনের মত লোক এসেছিল । সবাইকে মারধর করেছে । আমাদের পরিবারের চারজন সদস্য ।’
আজ ২ মিনিটি ১৫ সেকেন্ডের ওই ভিডিওটি সোমবার দুপুর ১:৩৯ মিনিটে এক্স-এ শেয়ার করেছেন দেবদত্ত মাঝি । তিনি লিখেছেন, ‘এখন উত্তর দিনাজপুর, রায়গঞ্জের বাসুদেবপুর গ্রামে মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করছে। মাদ্রাসা শিক্ষিত সাদ্দাম, রশিদ এবং অন্যান্যরা এই হিন্দু পরিবারে আক্রমণ করেছে। তাদের বাড়ি ধ্বংস করা হয়েছে। স্থানীয় মুসলিমরা এই পরিবারকে তাদের বাড়িঘর এবং জমি বিক্রি করতে বাধ্য করছিল এবং তারা রাজি না হওয়ায় তারা এই ইসলামী নির্যাতন শুরু করে। বিধান মজুমদার এবং তার স্ত্রী কৃষিক্ষেত্র থেকে এই ভিডিওটি তৈরি করেছেন, তারা তাদের জীবন বাঁচাতে নিজেদের লুকিয়ে রেখেছেন.. হিন্দুদের হিন্দু প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক কৌশলের প্রয়োজন।’ ভিডিও অনুযায়ী ভিডিওটি সকাল ১০:৫৪ নাগাদ রেকর্ডিং করা হয় ।।