এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ এপ্রিল : সম্প্রতি কলকাতার প্রতিষ্ঠিত কিছু স্কুলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সর্বাধিক নাশকতা চালানোর হুমকি দেওয়া হয়েছিল । তার জের মিটতে না মিটতেই কয়েক দিনের মাথায় দমদম বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় । এবারে রাজভবন-নবান্ন-জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছে বলে খবর । পুলিশ সূত্রে খবর, ‘টেররাইজার্স ১১১’ নামে ওই মেলগুলি পাঠানো হয়েছে । মেল প্রেরক নিজেদের ‘জঙ্গিগোষ্ঠী’ বলে দাবি করেছে । আজ মঙ্গলবার দুপুরে প্রায় একই সময়ে রাজভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই-মেল এসে পৌঁছোয় ৷ তাতে হুমকি দেওয়া হয় যে নবান্ন, রাজভবন, জাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটবে এবং বহু মানুষের প্রাণহানি হবে ।
তবে আগের মেলগুলি পাওয়ার পর লালবাজার থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েও কোথাও বিস্ফোরকের হদিশ পায়নি এবং পুলিশ জানতে পারে যে মেলগুলি ভুয়ো ছিল। কিন্তু নতুন ওই সমস্ত হুমকি মেলগুলি উদ্বেগ বাড়িয়েছে । কারন আগামী ২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এরাজ্যে আসছেন । আর তিনি রাত্রিবাস করবেন রাজভবনে ৷ যেকারণে রাজভবনের নিরাপত্তায় আরও কড়াকড়ি করে দেওয়া হয়েছে । পাশাপাশি মেলের উৎস সন্ধানে তেড়েফুঁড়ে আসরে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা । কোন আইপি অ্যাড্রেস থেকে এই সমস্ত হুমকি ই-মেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ একই ই-মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷।