এইদিন ওয়েবডেস্ক,ইসলামপুর(উত্তর দিনাজপুর), ০৪ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র গ্রেফতার হওয়া আসামি হল কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । এবারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আর এক সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি প্রকাশ্যে এল । জেলার এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রী ও নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শেখ নাজবুল হক নামে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । সোমবার রাতে নির্যাতিতাদের পক্ষ থেকে এনিয়ে ইসলামপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয় । শুধু যৌন হেনস্থাই নয়, তৃণমূল নেতার স্ত্রীর সামাজিক মর্যাদা নষ্ট করার হুমকি দেখিয়ে কয়েক লক্ষ টাকাও প্রতারণা করা হয় বলে অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করে । মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,২০১৪ সাল থেকে ইসলামপুর থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করছিল সুজালি এলাকার বাসিন্দা শেখ নাজবুল হক । জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযোগকারিনী জানিয়েছেন যে তার কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি তাঁর কিশোরী মেয়েকে শ্লীলতাহানি করেছে ওই সিভিক ভলান্টিয়ার । অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এসপি ।।