এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৪ জুলাই : কেরালার পর এবার দিল্লিতে হানা দিল মাঙ্কিপক্স । দিল্লিতে ৩১ বর্ষীয় এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় । ওই রোগী বর্তমানে মাওলানা আজাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন । গত বুধবার সে জ্বর ও ত্বকের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয় । তবে ওই রোগীর সাম্প্রতিক কালে কোথাও ভ্রমণ করেনি বলে জানা গেছে । ফলে কিভাবে তার শরীরে মাঙ্কিপক্সে ভাইরাস ছড়াল তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।
এদিকে দিল্লিতে একটি কেসটি নিয়ে দেশে মাঙ্কিপক্সের মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৪ টিতে । কেরালায় তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে । কেরালায় মাঙ্কিপক্স ভাইরাসের প্রথম কেস রিপোর্ট করা হয় গত ১৪ জুলাই । ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে মাঙ্কিপক্সের লক্ষ্মণ নিয়ে ভারতে আসে । বর্তমানে সে তিরুবনন্তপুরম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ।
এদিকে করোনা মহামারীর মধ্যে মাঙ্কিপক্সের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ।ডব্লিউএইচওর ডিজি টেড্রোস আধানম(Tedros Adhanom Ghebreyesus) বলেছেন, ‘মাঙ্কিপক্স বিশ্বের ৭০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং তাই আমি এটিকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি ।’ তিনি বলেন, ‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হবে ।’
মাঙ্কিপক্স ভাইরাসটি প্রথম দেখা গিয়েছিল বানরের মধ্যে । ভাইরাসটি প্রথম দক্ষিণ আফ্রিকায় ১৯৭০ সালে চিহ্নিত করা হয়েছিল । এখন পর্যন্ত ৭০টিরও বেশি দেশে ১৬ হাজারের বেশি ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
উল্লেখ্য,এই রোগে জ্বর, ত্বকে ফুসকুড়ি এবং ফুলে যাওয়ার মতো লক্ষণগুলি বেশি দেখা যায়। অনেক সময় শুরুতে ত্বকে ব্যথা ও ফুসকুড়ি হয়। শরীরে লাল ফুসকুড়িও পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে রোগী কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন । মৃত্যুর হার খুবই কম । তবে বর্তমানে মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। সংক্রমণ প্রতিরোধ করতে এবং সাধারণ উপসর্গের চিকিৎসার জন্য রোগীদের সাধারণত বিশেষজ্ঞ হাসপাতালেব ভর্তি হওয়া জরুরি ।।