নীল বনিক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর), ২৭ ডিসেম্বর :
৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল । ঠিক তার পরের দিন তারই পাল্টা সভার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । তবে ওই দিন তেখালিতে মুখ্যমন্ত্রী আসছেন না বলে খবর । তবে মুখ্যমন্ত্রী না এলেও শুভেন্দুর সভা হচ্ছেই । আর বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামে এটাই হবে শুভেন্দু অধিকারীর প্রথম জনসভা । ইংরাজী নববর্ষের ৮ জানুয়ারী নন্দীগ্রাম এসবিআই ব্যাঙ্কের পাশের জমিতে আয়োজন করা হবে এই ঐতিহাসিক জনসভার । সোমবার থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেল । এদিন দেখা গেল জেসিবি মেশিন দিয়ে মাঠ সমান করার কাজ চলছে । সভায় রেকর্ড ভিড় হবে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
নন্দীগ্রাম আন্দোলনে শহিদদের স্মরনে ভাঙাভেড়া শহিদ মিনার গড়ে তুলেছিলেন নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারী শুভেন্দু অধিকারী । প্রতিবছর ৭ জানুয়ারি সেখানে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও প্রধান মুখ সেই শুভেন্দু অধিকারীই । শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ও আত্মার শান্তি কামনায় ভোর রাতে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রীতি মেনে তর্পন করেন শুভেন্দুবাবু । প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান । এবারও তার ব্যাতিক্রম হবে না বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক । তর্পন পর্বের পরেই রয়েছে জনসভা ৷ শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বৈর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষসহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।
নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি নেতা পবিত্র কর বলেন, ‘ নন্দীগ্রাম এসবিআই ব্যাঙ্কের পাশের জলাজমিতে শুভেন্দু অধিকারীর সভা হবে । এদিন থেকে মাঠকে বসার উপযোগী করে তোলার কাজ শুরু করা হয়েছে । প্রচুর মানুষের সমাগম হবে তাই খোলা ওই মাঠটিকে আমরা সভার জন্য বেছে নিয়েছি ।’।