সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পর এবার ভাতারে এক ব্যক্তির আধার কার্ড বাতিলের চিঠি এলো । যা ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে এলাকায়। ভাতার থানার রামচন্দ্রপুর-২ নম্বর কলোনির এক বাসিন্দার বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে জানা গেছে । এদিকে এই চিঠি আসার পর থেকেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে ওই পরিবারটির ।
জানা গেছে, ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনির বাসিন্দা অমল রায়ের বাড়িতে ডাকযোগে আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হয়েছে । সংশ্লিষ্ট দপ্তরের রাঁচির আঞ্চলিক অফিস থেকে পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে,’২০১৬ সালে যে আধার কার্ডটি আপনার নামে ইস্যু করা হয়েছিল সেটিতে ভারতে আপনার থাকার প্রয়োজনীয় শর্তগুলি নেই । এই কারনে আপনার আধারের ২৮এ প্রবিধানের অধীনে আপনাকে নিষ্ক্রিয় করা হয়েছে ।’ পাশাপাশি সমস্যার সমাধানের জন্য তাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) আঞ্চলিক অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ।
জানা গেছে,অমলবাবু বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীর শোভারানী রায়ের হাতে আধার কার্ড বাতিলের চিঠি দেওয়া হয় । তবে স্বামীর আধার বাতিলের চিঠি এলেও স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের আধার বাতিলের কোন চিঠি আসেনি । এদিকে চিঠি নিয়ে অতান্তরে পড়েছেন অমলবাবুর পরিবারসহ স্থানীয় মানুষজন । অমল রায়ের স্ত্রী শোভারানী রায় বলেন, ‘আমরা দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর-২ নম্বর কলোনির নতুন পাড়ায় বসবাস করছি । আমি স্থানীয় একটি স্কুলে মিড ডে মিল রান্নার কাজ করি । আবাস যোজনার অনুদান পেয়ে ঘরও করেছি আমরা । সমস্ত প্রকার নাগরিক পরিষেবাও আমরা পাই । তারপরেও কেন আমার স্বামীর আধার বাতিলের চিঠি এলো কিছুতেই বুঝতে পারছি না । এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ।’
জানা গেছে, বর্তমানে গুজরাটে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন অমলবাবু৷ স্বামী বাড়িতে না থাকায় শোভারানীদেবী স্বামীর আধার বাতিলের চিঠি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোথা থেকেও কোনো সদুত্তর পাননি তিনি ।
জানা গেছে, ভাতারের মাতাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনিতে প্রায় ৩০টি পরিবার বসবাস করছে। ফলে সকলেই এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন । স্থানীয় বাসিন্দা তাপস কুমার গায়েন বলেন, ‘রামচন্দ্রপুর ২ নম্বর কলোনি নতুনপাড়ায় একজনের বাড়িতে আধার বাতিলের বাতিলের চিঠি এসেছে৷ কাল আমাদের সকলের বাড়িতে চিঠি আসবে । ফলে চিঠি এলে আমরা যে কি করব কিছুই বুঝতে পারছি না ।’।