এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১০ মে : মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্থান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর দেশ জুড়ে দাঙ্গা লেগে গেছে । হাজার হাজার পিটিআই সমর্থক রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়জলাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদান এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভকারীরা সামরিক স্থাপনা জ্বালিয়ে দেয় । ভাঙচুর,পুলিশকে লক্ষ্য করে পাথরবাজি, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।
রাওয়ালপিন্ডিতে তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা সেনার হেডকোর্য়াটারের মূল গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং ভাংচুর চালায় ৷ পেশোয়ারের সেনা শিবিরে আগুন ধরিয়ে দেওয়া হয় । লাহোরেও ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ দেখায় একদল মানুষ । ভাঙচুর চালানো হয় পাক সেনার কর্পস কমান্ডারদের বাসভবন চত্বরে । করাচি ও রাওয়ালপিন্ডিতে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেধে যায় । পুড়িয়ে দেওয়া হয়ে অসংখ্য পুলিশের গাড়ি ।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার গ্যাসের সেল ব্যবহার করতে হয় পুলিশকে । পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারন করেছে যে পাঞ্জাব এবং বেলুচিস্তান সরকার ১৪৪ ধারা জারি করেছে । পাকিস্তান সরকার দেশের কিছু অংশে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং বিক্ষোভকারীদের দমন করতে রাস্তায় রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে । এদিকে আজ বুধবার ইমরান খানকে আদালতে হাজির করানোর কথা রয়েছে । ফলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
দুর্নীতির অভিযোগে গত পয়লা মে ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ জারি করেছিল পাকিস্তানের ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অফিস’ । তবে ইমরানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি । মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে ইমরানকে গ্রেপ্তার করা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় । আর তারপর থেকেই গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে পিটিআই কর্মী ও সমর্থকরা ।
এদিকে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল আজ পাকিস্তান বন্ধের ডাক দিয়েছে । পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ইমরান খান সবসময় আপনার পক্ষে দাঁড়িয়েছেন, এখন পাকিস্থানের জনগনের সময় এসেছে তার পক্ষে দাঁড়ানোর ।’
দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্থানের জনগন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য লড়াই করছে । এমনিতেই দেশের সাধারণ মানুষের মধ্যে এনিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে । এই পরিস্থিতির মাঝে ইমরান খানের গ্রেপ্তারি পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে ।।