এইদিন ওয়েবডেস্ক,বাগপত,০৫ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের বাগপতে লাক্ষাগৃহ (lakshagrih)এবং বদরুদ্দিন শাহের সমাধি নিয়ে দীর্ঘ ৫০ বছরের পুরনো বিবাদের আজ অবসান হল । ১৯৭০ সালে মুসলিম পক্ষের মুকিম খান লক্ষাগৃহ টিলাকে বদরুদ্দিন শাহের সমাধি ও কবরস্থান দাবি করে একটি মামলা করলে বিরোধের সূত্রপাত হয়। যেখানে ব্রহ্মচারী কৃষ্ণদত্ত মহারাজকে আসামি করা হয় । তারপর থেকে লক্ষাধিক টিলার ১০০ বিঘা জমির মালিকানা নিয়ে গত ৫৩ বছর ধরে এই বিরোধ চলে আসছে।
হিন্দু পক্ষের আইনজীবী রণবীর সিং বলেন, মুসলিম পক্ষ ১০০ বিঘা জমিকে কবরস্থান ও মাজার বলে নিজেদের দখলে নিতে চাইছিল । এই বিষয়ে তিনি আদালতে এমন কিছু প্রমাণাদি হস্তান্তর করেছেন যাতে প্রমানিত হয় যে লক্ষাগৃহের ইতিহাস মহাভারত যুগের এবং তা দেশ ও গোটা বিশ্ব জানে। লাক্ষাগৃহ টিলায় সংস্কৃত বিদ্যালয় ও মহাভারতের প্রমাণও পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন ।
এএসআই এখানে খনন করে একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে যার ভিত্তিতে এখানকার হিন্দু পক্ষ আদালতের কাছে মাজারসহ পুরো এলাকাকে মহাভারত কালীন বলে মালিকানার দাবি জানায়। এডিজে আদালত লক্ষাঘর ও মাজার বিরোধের রায় দেয় এবং হিন্দু পক্ষকে ১০০ বিঘা জমি ও মাজারের মালিকানার অধিকার পায় । আদালতে হিন্দু পক্ষের তরফে ১০ জনেরও বেশি সাক্ষীকে জেরা করা হয়েছে ।।