এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মার্চ : কলকাতার গার্ডেনরিচে নির্মীয়মান অবৈধ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর জের মিটতে না মিটতেই ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে কলকাতায় । এবারে খোদ মেয়র ফিরহাদ হাকিমের নিজের এলাকা কলকাতা পুরসভার চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩ এ পরমহংসদেব রোডে একটি তিন তলা বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে আজ রবিবার ভোরে । তার আগে শনিবার রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত বিরাটির উত্তর দমদমে ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কালোনি বসু রোডের উপর একটি নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে কেয়া শর্মা চৌধুরী (৫৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে । জানা গেছে,ঘটনার সময় নির্মীয়মাণ আবাসনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন কেয়াদেবী । আর তখনই ভবনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার উপর ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।
অন্যদিকে আজ ভোর ৫টা নাগাদ চেতলা রোডের কাছে থাকা একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে যায় । বাড়ির ধ্বংসাবশেষ গিয়ে পড়ে নিচের একটা দোকানের উপর । দোকান বন্ধ থাকায় এবং রাস্তায় যান চলাচল কম হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি । কলকাতায় একের পর এক বাড়ি ভেঙে হতাহতের ঘটনা ঘটতে থাকায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । লোকসভা ভোটের মুখে শাসকদল তৃণমূল কংগ্রেস শাসিত কলকাতা পুরসভার প্রতি জন্মাচ্ছে ক্ষোভ ।।