প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ জুন : ’দুয়ারে সরকারের’ পরে এবার চালু হচ্ছে ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি।এমন কর্মসূচীর কথা শুনে সকলের অবাক লাগাটাই স্বাভাবিক । কিন্তু বাস্তবেই এই কর্মসূচী শুরু করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় শুরু হয়ে যেতে পারে ’দুয়ারে পুলিশ’ কর্মসূচী। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।এই কর্মসূচীর মাধ্যমেই মানুষের সমস্যা-অভিযোগ শুনতে একেবারে মানুষের কাছে পৌঁছে যাবেন আইনরক্ষকরা । সাধারণ মানুষের অভিযোগের কথা শুনে পুলিশ তা নথিভুক্ত করবে । পাশাপাশি কোভিডের তৃতীয় ঢেউ নিয়েও পুলিশ কর্মীরা জনগণকে সচেতন করবেন ।
’দুয়ারে পুলিশ’ কসূচীর মাধ্যমে জনসংযোগ বাড়বে বলে মত পুলিশ কর্তাদের। পূর্ব বর্ধমানের ১৬টি থানার অনেক এলাকা ‘সমস্যাসঙ্কুল বলে মনে করেন পুলিশ কর্তারা ’। নানাকারণে ওইসব ’সমস্যাসঙ্কুল ’এলাকার বাসিন্দারা পুলিশের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না।সেইসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষজনের সমস্যা বিষয়ে তথ্য সংগ্রহ এই কর্মসূচীর মাধ্যমে যাতে করা যায় সেই ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে ।পাশাপাশি যথাযথ আইনানুগ পদক্ষেপ নিয়েও অভিযোগকারীকে পুলিশ সাহায্য করতে পারবে । আপাতত ঠিক হয়েছে, প্রতিটি থানার নির্দিষ্ট এলাকায় সময় নির্দিষ্ট করেদিয়ে ওই শিবিরগুলি করা হবে। শিবির করার আগে ওই এলাকায় প্রচার করা হবে । শিবিরে সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি ছাড়াও এসডিপিওকেও থাকতে বলা হবে ।
জেলা পুলিশের সুপার কামনাশীস সেন বলেন, ‘দুয়ারে পুলিশ কর্মসূচীর মাধ্যমে তথ্য সংগ্রহের পর পরবর্তী পরিকল্পনা গ্রহন করা হবে। সপ্তাহে একদিন নির্দিষ্ট এলাকা ধরে শিবির করা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ওই কর্মসূচি চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে ।’।