সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : এলাকারই একটা গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতো এক ধান ব্যবসায়ী । গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে ধান কিন্তু সে । কিন্তু বেশ কয়েকজন কৃষক আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন যে তাদের কাছ থেকে ধান কিনে টাকা না মিটিয়েই বেপাত্তা হয়ে গেছে ওই ব্যবসায়ী । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
আজ সকালে ভাতার থানার পালার গ্রামের বাসিন্দা বিলাস যশ,শ্রীকান্ত দাস, সুশান্ত কুমার দাসসহ পাঁচ কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগে তারা জানিয়েছেন, ভাতার থানার সালুন গ্রামের বাসিন্দা একই থানা এলাকার কুলচণ্ডা গ্রামে ঘর ভাড়া করে থাকছিলেন । ওই ব্যবসায়ী তাদের কারোর কাছে ৪০ বস্তা, কারোর কাছে ২৩ বস্তা, কারুর কাছে ২২ বস্তা ধান কিনেছিলেন । দু’তিন দিনের মধ্যেই টাকা মেটানোর কথা ছিল । কিন্তু বিগত তিন সপ্তাহ ধরে ওই ধান ব্যবসায়ীর কোনো হদিশ করতে পারছেন না তারা । ভাড়া ঘরে তালা বন্ধ । মোবাইল ফোনের সুইচ অফ । যেকারণে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না । এদিকে বোরো চাষের মরশুমে ধান বিক্রির টাকা না পেয়ে তারা চরম বিপাকে পড়েছেন । কৃষকদের অভিযোগ যে শুধু পালাড় গ্রামই নয়, পার্শ্ববর্তী ভাতাড় গ্রামসহ আরও একাধিক গ্রামের অন্তত ৪০ জন কৃষক এভাবে ওই ব্যবসায়ীর প্রতারণা শিকার হয়েছেন ।
অভিযোগকারী কৃষকদের সন্দেহ যে প্রাপ্য টাকা না মেটানোর মানসিকতা নিয়ে ওই ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে। এদিন প্রতারিত কৃষকরা ধান বিক্রির টাকা আদায়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য ভাতাড় থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন । পুলিশ জানিয়েছে অভিযুক্ত ধান ব্যবসায়ীর সন্ধান চালানো হচ্ছে ।।