প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ জুন : ভাগীরথীতে নৌকাডুবিতে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার স্মৃতি আজও বয়ে বড়েচ্ছেন পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দারা । তারই মধ্যে ফের সোমবার সকালে বড়সড় আঘটন ঘটলো কালনায় ভাগীরথীর ফেরি ঘাটে । চালক ও খালাসী সহ বালি বোঝাই একটি ট্রাক ভেসেল থেকে গড়িয়ে সোজা গিয়ে পড়ে ভাগীরথীর গভীর জলে । ভাগীরথীর গভীর জলে তলিয়ে যায় ট্রাকটি। জলে খাবি খেতে খেতেই ’বাঁচাও বাঁচাও’ বলে আর্তনাদ শুরু করেন চালক ও খালাসী । তা শুনে ঘাটে থাকা মাঝিরা ভাগীরথীর জলে ঝাপ দিয়ে নির্ঘাত মৃত্যুর হাত থেকে ট্রাকের চালক ও খালাসীকে উদ্ধার করেন । এই খবর পেয়েই কালনা থানার পুলিশ দ্রুত ফেরি ঘাটে পৌছে ট্রাকের চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ দুর্ঘটনার তদন্তও শুরু করেছে ।
ফেরিঘাটে থাকা যাত্রী ও কতৃপক্ষের কথায় জানা গিয়েছে, কালনার ফেরি ঘাট থেকে ভাগীরথী পেরিয়ে যানবাহন ও যাত্রিরা নদীয়ার শান্তিপুরে পৌছান। এদিন সকাল ৭ টা নাগাদ সাধারণ যাত্রীদের পাশাপাশি আসানসোল থেকে আসা বালিবোঝাই ট্রাকটি কালনার ফেরিঘাটে ভেসেলে ওঠে। ট্রাকটি নদীয়ার চাকদহে যেত।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘাটের ভেসেলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি হঠাৎতই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। চালক অনেক চেষ্টা করেও ট্রাক দাঁড় করাতে পারে না। এরপরেই ভেসেল টপকে ট্রাকটি সোজা ভাগীরথীর জলে পড়ে যায়।চালক ও খালসী সহ ট্রাকটি গভীর জলে তলিয়ে যায়।ফেরি ঘাটে থাকা সিসিটিভিতেও ধরা পড়েছে একই ছবি। এমন দূর্ঘটনা দেখে হতবাক হয়ে যায় ফেরি ঘাটে থাকা সকল যাত্রীরা ।ঘটনার পর বেশ কিছুক্ষন ফেরি চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয় ।তলিয়ে যাওয়া ট্রাকটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
ট্রাকচালক শাহবাজ হোসেন মন্ডল একবুক
আতঙ্ক নিয়ে এদিন বলেন,“ভেসেলে উঠার পর তিনি ট্রাকের ব্রেক কষেন।কিন্তু কিছুতেই ব্রেক ধরেনি ।এরপরেই ট্রাক সহ তিনি ও খালাসী নদির গভীর জলে পড়ে গিয়ে তলিয়ে যান।কিছু সময় ওই ভাবেই জলের তলায় থাকার পর ট্রাকের ডান দিকের গোট কোন রকমে খুলে বেরিয়ে জলের উপরে উঠে আসতে পারেন।তাঁরা ট্রাকটি নদীর জলের প্রায় ৩০ ফুট গভীরে গিয়ে মাটিতে ধাক্কা খায় । ওই ধাক্কা খেয়েই ট্রাকটির চাকা উপরের দিকে হয়ে যায়।নির্ঘাত মৃত্যুর হাত থেকে তিনি ও খালাসী রক্ষা পেয়েছেন বলে চালক শাহবাজ হোসেন মন্ডল দাবী করেছেন ।
ফেরিঘাট মালিক জয়গোপাল ভট্টাচার্য জানিয়েছেন, ‘সর্বোচ্চ ৩৪ টন মাল নিয়ে একটি ট্রাক ভেসেলে উঠতে পারে।ট্রাকটির সেই ওজনই ফেরিঘাটের কাঁটায় ওজন করা স্লিপে রয়েছে । ফেরিঘাট মালিকের বক্তব্য ব্রেক ফেল হওয়াতেই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছে ।’।