এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জানুয়ারী : বাঘাযতীন, কামারহাটির পর এবার ট্যাংরা । কলকাতায় ফের হেলে গেল বহুতল ভবন । ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটা নির্মীয়মাণ বহুতল ভবন পাশেত ভবনের উপর হেলে পড়ে । ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে। সেখানে একটি বহুতল নির্মাণের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল । কিন্তু আজ সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যে পাশের বহুতলের ছাদের সঙ্গে নির্মীয়মাণ বহুতল ভবনের ছাদ ঠেকে গেছস । পাশের সবুজ রঙ করা বহুতলটিতে বেশ কিছু পরিবার বসবাস করে । ফলে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিকে ফের বহুতল হেলে পড়ার ঘটনায় প্রশাসনিক মহলে তোলপাড় পড়ে গেছে ।
প্রসঙ্গত,গত সপ্তাহে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি বহুতল আবাসন হেলে পড়ে। ভবনের নিচের তলা কার্যত ভেঙে চুরমার হয়ে যায় । বরাত জোরে সাধারণ মানুষের প্রাণ বাঁচে । এই ঘটনায় প্রোমোটার সুভাষ রায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । এর জের মিটতে মা মিটতেই গতকাল কামারহাটিতে এই রকমভাবেই একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। চায়না কোম্পানিকে দিয়ে সোজা করার কাজ শুরু করেছিলেন প্রোমোটার। কিন্তু সোজা করতে গিয়ে আরও হেলে যায় সেটি । আজ ফের কলকাতায় ধরা পড়ল একই চিত্র ।।